লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন তামিম ও মুশফিক

বাংলাদেশ ক্রিকেট দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল অনেকবারই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসেছেন। তবে এবারই প্রথম ইনস্টাগ্রামে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লাইভে আসতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আগামীকাল শনিবার রাত সাড়ে ১০টায় লাইভে আসছেন তাঁরা।
বিশ্বব্যাপী করো’না’ভা’ইরাস মহা’মা’রি শুরু হওয়ার পর থেকে ঘরবন্দি হয়ে যাওয়া অনেক খেলোয়াড় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তাঁদের সর্বশেষ অবস্থা, স্মৃতি ও নানা অজনা গল্প শেয়ার করছেন।
মুশফিকুর রহিম তাঁর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ক্রিকেট ফ্যানদের তামিম ইকবালের সঙ্গে তাঁর ‘আড্ডায়’ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মুশফিকুর রহিম তাঁর নিজ জেলা বগুড়ায় চিকিৎসকদের জন্য বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি ক’রো’নার কারণে ক্ষ’তি’গ্র’স্ত মানুষের পাশে দাঁড়াতে ঐতিহাসিক একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
তামিম ইকবালও করো’না’ভা’ইরাস মহা’মা’রি ঠেকাতে চলমান ল’কডাউনে অসহায় অবস্থায় থাকা দেশের ক্রীড়াবিদদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
দু’র্যো’গময় সময়ে সাইক্লিং, সাঁতার, জিমন্যাস্ট, ফুটবল, ক্রিকেট, কাবাডি, উশু এবং হকিসহ বিভিন্ন খেলার ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিয়েছেন তামিম।
এর আগে এ মহামারি চলাকালীন দরিদ্রদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশের শীর্ষ ক্রিকেটারদের ১৫ দিনের বেতন অনুদান দেওয়ার ক্ষেত্রে তামিম নেতৃত্ব দিয়েছিলেন।