টেকনাফে কৃষককে অ’প’হরণ করে হ’ত্যা করল রোহিঙ্গা স’ন্ত্রা’সীরা

May 1, 2020 / 08:42pm
টেকনাফে কৃষককে অ’প’হরণ করে হ’ত্যা করল রোহিঙ্গা স’ন্ত্রা’সীরা

রোহিঙ্গা স’ন্ত্রা’সীরা কক্সবাজারের টেকনাফে অপহৃত একজন স্থানীয় কৃষককে হ’ত্যার প্র’তি’বাদে গ্রামবাসীরা বি’ক্ষো’ভ মিছিল বের করেছে। আজ শুক্রবার ক্ষু’ব্ধ গ্রামবাসী নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য অবিলম্বে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের স্বদেশে পাঠিয়ে দেয়ার দাবি জানিয়েছে।

রোহিঙ্গা স’শ’স্ত্র গোষ্ঠি একজন বাংলাদেশি নিরীহ কৃষককে হ’ত্যা’র পর সেই আস্তানার পাহাড় থেকেই বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের গা’লা’গা’ল দিচ্ছে। তারা হু’ম’কি দিচ্ছে পুলিশি অ’ভি’যানের পাল্টা বদলা নেবে। এদিকে কৃষক হ’ত্যার প্র’তি’বাদে টেকনাফের স্থানীয়রা রাস্তায় নেমে পড়েছে।

তারা এক্ষুনি রো’হিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দিতে দাবি জানিয়েছে। সেই সাথে সাগরে ভাসমান রো’হিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না দিতেও স্থানীয়রা দাবি জানিয়েছেন।

একদল ‘স’শ’স্ত্র রোহিঙ্গা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার পশ্চিম পাড়ায় ক্ষেতের ফসল পাহারায় নিয়োজিত অবস্থায় ছয়জন স্থানীয় কৃষককে অপ’হ’রণ করে।

রোহিঙ্গার দল নিজেদের আবদুল হাকিম ডা’কা’ত বাহিনীর পরিচয় দিয়ে অ’প’হ’রণের পর তাদের পশ্চিমের পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে চালের বস্তা ও সিগারেটের বিনিমেয় তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজনকে আ’ট’কে রাখে।

এদিকে গতকাল সকাল থেকে টেকনাফ থানার পুলিশ পাহাড়ের সশস্ত্র রো’হিঙ্গার ডে’রায় অ’ভি’যান পরিচালনা করে। পুলিশের সাথে স্থানীয় শতাধিক গ্রামবাসীও যোগ দেয়। এ সময় রোহিঙ্গারা পালিয়ে যায়। অভিযানের সময় রো’হিঙ্গাদের আস্তানায় গরুর মাংশ রান্না করা ডেকচিও পাওয়া যায়।

স’শ’স্ত্র রো’হিঙ্গারা পাহাড়ে ঘর বানিয়ে সেখানে দামি কার্পেট বিছানা পেতেই আস্তানা গেড়ে বসে। পুলিশ পাহাড়ের রোহিঙ্গা স’ন্ত্রা’সীদের আস্তানা গু’ড়িয়ে দেয়। পুলিশ ও গ্রামবাসী পাহাড়ের আ’স্তানা গু’ড়িয়ে চলে আসে।

বৃহস্পতিবার রাতে আবদুল হাকিম ডাকা’ত পরিচয়ে অ’প’হৃত কৃষক শাহেদের মাকে মোবাইল করে অ’ভি’যানের জন্য ক্ষু’ব্ধ প্রতিক্রিয়া জানায়। এমনকি মোবাইলে পুলিশ ও গ্রামাবাসীকে হ’ত্যা’র হু’ম’কি দেয়।

এরপর আজ ভোররাতে অপ’হৃ’ত তিনজনের একজনকে মাথায় গু’লি মে’রে হ’ত্যা করে। হত্যার শিকার কৃষকের নাম আকতারুল্লাহ (২৫)। গ্রামবাসীর সহযোগিতায় শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফের উনচিপ্রাং পাহাড়ি এলাকা নি’হ’ত কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স’ন্ত্রা’সী রোহি’ঙ্গারা অপহৃত অপর দুই কৃষকের মুক্তির জন্য ২০ লাখ দাবি করে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, একটি লা’শ পড়ে থাকার খবর পেয়ে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লা’শটি উ’দ্ধার করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে স’শ’স্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ছয়জন গ্রামবাসীকে অ’প’হরণ করে নিয়ে যায়।

তারা হলেন, কৃষক আবুল হাশেম ও তার দুই পুত্র জামাল এবং রিয়াজুদ্দিন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র শাহেদ (২৫), মৌলভী আবুল কাছিমের পুত্র আকতারুল্লাহ (২৪) ও মৃ’ত মোহাম্মদ কাশেমের পুত্র ইদ্রিসকে অ’প’হরণ করে নিয়ে যায়।

অ’প’হরণকারী রো’হিঙ্গারা টেকনাফের পাহাড়ে অবস্থানরত স’শ’স্ত্র রোহিঙ্গা আবদুল হাকিম ডা’কা’ত বাহিনীর সদস্য বলে অ’প’হৃতরা মনে করছেন। ক্ষেত পাহারা দেয়াকালীন সময়ে পাহাড় থেকে রোহিঙ্গা স’শ’স্ত্র দলটি নেমেই মুহূর্তে মধ্যে ওই গ্রামবাসীকে অ’প’হরণ করে নিয়ে যায়।

সুত্রঃ কালের কন্ঠ