আরও ২২৪ ব্রিটিশ বাংলাদেশ ছাড়লেন

প্রকাশিত: মে ১, ২০২০ / ০৬:২৯অপরাহ্ণ
আরও ২২৪ ব্রিটিশ বাংলাদেশ ছাড়লেন

বৈশ্বিক মহা’মা’রী করো’না’ভা’ইরাসের (কোভিড-১৯) কারণে আটকেপড়া ২২৪ জন ব্রিটিশ নাগরিক ষষ্ঠ দাফায় বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।

শুক্রবার বিকাল সোয়া ৪টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

এর আগে ক’রো’নার কারণে সিলেটে আটকেপড়া আরও পাঁচ শিশুসহ ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

৬ষ্ট দফায় শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান বিজি ৪০২২ ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন।

পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।

বাংলাদেশ আ’ট’কেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন।

সুত্রঃ যুগান্তর

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন