বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বি’ক্ষোভ

Apr 30, 2020 / 07:05pm
বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বি’ক্ষোভ

গাজীপুর মহানগরীর কয়েকটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বৃহস্পতিবারও বি’ক্ষো’ভ, মহাসড়ক অ’ব’রোধ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র্রণ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, মহানগরীর কোনাবাড়ি এলাকার দূরন্ত গার্মেন্ট শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চের বেতনের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মালিকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর কর্তৃপক্ষ ৭ মে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে দেড়টার দিকে তারা অ’ব’রোধ তুলে নেয়।

দূরন্ত কারখানার শ্রমিক দেলোয়ার হোসেন জানান, একাধিকবার তারিখ দিয়েও তাদের বেতন দেয়নি। ফেব্রুয়ারি এবং মার্চ মার্চের বেতন-ভাতা বকেয়া রয়েছে। হাতে কোনো টাকা নেই। প্রথম প্রথম ধার-দেনা করে চলছি। এখন আর কেউ ধারও দিতে চায় না।

বাড়ি-ভাড়া, দোকানের বাকি পরিশো’ধ করতে পারছি না। দোকান মালিক, বাড়ির মালিক টাকার জন্য চাপ দিচ্ছে। পরিশোধের কথা বলেও কথা রাখতে পারছি না। এখন বাড়ির মালিক, দোকানদার তাদের কথা বিশ্বাস করা যাচ্ছে না। তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

পুলিশ কর্মকর্তা সুশান্ত সরকার আরো জানান, এ ছাড়া একইদিন কাশিমপুর এলাকার ডে স্ট্যান্ড লিমিটেড ও ডেল্টা স্পিনিং কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বি’ক্ষো’ভ করে। পরে বৃহস্পতিবারের বিকেলে বেতনের আশ্বাস দিলে তারা আ’ন্দো’লন স্থগিত করে।

অপরদিকে মহানগরীর বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নগরীর ভোগড়া এলাকার সেইলর মুন গার্মেন্টে মার্চের বেতন একাধিকবার তারিখ দিলেও তা পরিশোধ না করায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে বি’ক্ষো’ভ শুরু করে।

পরে দুপুরে তাদের বেতন দেবে বললেও বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তারা বেতন দেয়নি। কর্তৃপক্ষ জানান, ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় তারা শ্রমিকদের ২ মে বেতন দেবে বললে পরিস্থিতি শান্ত হয়।