করোনা থেকে ৯০ দিনের সুরক্ষা মিলবে এক স্প্রেতে!

Apr 30, 2020 / 01:00pm
করোনা থেকে ৯০ দিনের সুরক্ষা মিলবে এক স্প্রেতে!

একবার স্প্রে করলে ৯০ দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষা পাওয়া যাবে। দীর্ঘ ১০ বছরের চেষ্টায় এমনই এক জীবণুনাশক তৈরি করেছে হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচকিউএসটি) গবেষকরা।

এইচকিউএসটি অ্যাডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে।

এসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম যা ৯০ দিন সুরক্ষা দিতে পারে।

গবেষকরা জানায়, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।

এদিকে, বোরবার (২৭ এপ্রিল) হংকংয়ে কোনো নতুন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৮৩ জন, মৃত্যু হয়েছে চারজনের।

সূত্র : বাংলা নিউজ