টেকনাফে দুই রোহিঙ্গাকে ১০ হাজার ইয়া’বাসহ আ’টক

নবগঠিত র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফ সীমান্তে এক অ’ভি’যান চালিয়ে ৯ হাজার ৯৯০টি ই’য়া’বাসহ দুই রোহিঙ্গাকে আ’ট’ক করেছে। আ’ট’ক রোহিঙ্গাদ্বয় হচ্ছে- ইদ্রিস (৪৫), পিতা- আব্দুর রহমান ও নূর হাসান (২১), পিতা-ইদ্রিস।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় ই’য়া’বা কারবারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী রাস্তার মোড়ে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার ওপর ই’য়া’বা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল বুধবার বিকালে উপরোক্ত স্থানে পৌঁছে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আ’ট’ক রোহিঙ্গাদ্বয় পা’লি’য়ে যেতে চেষ্টা করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আ’সা’মিদের হাতে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশি করে মোট ৯,৯৯০ পিস ই’য়া’বা ট্যাবলেট উদ্ধা’র করা হয়।
জিজ্ঞাসাবাদে আ’সা’মীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ই’য়া’বা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ই’য়া’বার মূল্য আনুমানিক ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।
সুত্রঃ কালের কন্ঠ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন