৫ স্কুলছাত্রকে চোর অ’পবাদ দিয়ে নি’র্যাতন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চোর অপবাদ দিয়ে ৫ স্কুলছাত্রকে নি’র্যা’তনের অ’ভি’যোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার সময়ে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশের সোর্স জাহাঙ্গীর ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অ’ভি’যোগ করা হয়। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হল- কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম (১৫) ও রবিউল ইসলাম (১৪), নবম শ্রেণির আল-আমিন (১৪) এবং তাদের বন্ধু সাইফুল (১৪) ও রফিকুল (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাইফুল ও তার ৪ বন্ধু মামাবাড়ি ইফতার খেয়ে অটোভ্যানযোগে নিজ বাড়ি কালামৃধায় ফিরছিল। পথিমধ্যে জাহাঙ্গীর ও তার সহযোগীরা দেওড়া বাজারে তাদের গতিরোধ করে পরিচয় জানতে চায়।
শিক্ষার্থীরা নিজেদের কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ওই সময় তারা মোবাইলে স্কুলের শিক্ষক মজিবর রহমানের সঙ্গে কথা বলিয়ে দেয়। এরপর কথাকা’টাকাটির একপর্যায় তারা ছাত্রদের চোর আখ্যা দিয়ে বেদম নি’র্যা’তন ও মা’র’পিট করে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিকসহ সবার উপস্থিতিতে রাত ১২টার দিকে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।
ওই স্কুলের শিক্ষক মজিবর বলেন, তারা আমার বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী এবং ভালো ছেলে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যার লিটন মাতুব্বর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের চো’রের অ’প’বাদ দিয়ে অ’মা’নবিক নি’র্যা’তন ও মা’র’ধর করা ঠিক হয়নি।
এ ব্যাপারে থানার ওসি শফিকুর রহমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনায় জড়িতরা পা’লি’য়ে যাওয়ায় তাদেরকে আ’ট’ক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কেউ অ’ভি’যোগ করলে দো’ষীদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।