নাটোরে শত্রুতার জেরে পুকুরে বিষ মাছ নিধন!

Apr 29, 2020 / 06:28pm
নাটোরে শত্রুতার জেরে পুকুরে বিষ মাছ নিধন!

এ কেমন শ’ত্রুতা নাটোরের লালপুর উপজেলার রাধাকৃষ্ণপুর পূর্বের শ’ত্রু’তার কারণে ১০ বিঘা পুকুরের বিষ দিয়ে মাছ নি’ধন করেছে শ’ত্রু’পক্ষরা। এ ব্যাপারে পুকুর মালিক ৩জন আসা’মি করে ও ১২ লক্ষ টাকার ক্ষতিসাধনের লালপুর থানায় অ’ভি’যোগ করেছেন। ৪ দিন অতিবাহিত হলেও মা’ম’লা রেকর্ড হয়নি।

লালপুর থানার অভিযোগ সৃত্রে জানা যায়, উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের মৃ’ত আয়েন উদ্দীন এর ছেলে আবুল হোসেন ১০ বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছে।

গত রবিবার রাতে পূর্ব শত্রু’তার কারণে তার প্রতিবেশি হরগোবিন্দর ছেলে নির্মল, হিরু ও আরমানের ছেলে রফিকের সঙ্গে আবুলের বি’রো’ধ হয়। এ কারণে বিভিন্ন সময় নির্মল ও তার লোকজন আবুলের বড় ধরেনের ক্ষতি করবে বলে হু’ম’কি দেয়।

এর জে’র হিসাবে গত রবিবার রাতে নির্মলসহ তার লোকজন আবুলের পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫০ মণ মাছ নিধন করে। যার মূল প্রায় ১২ লাখ টাকা বলে অভিযোগ উল্লেখ করেন।

এ ব্যাপারে গতকাল বুধবার সরেজমিনে গিয়ে আবুল হোসেনের সঙ্গে কথা বলে তিনি বলেন, লালপুর থানায় মাছ নিধনকারীর বিরু’দ্ধে একটি অ’ভি’যোগ দায়ের করেছি। রহস্যজনক কারণে ৪দিন অতিবাহিত হলেও পুলিশ মা’ম’লা রেকর্ড করেনি।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি তদর্ন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিব।