করোনা রোগীদের বাড়ি উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

Apr 28, 2020 / 10:16pm
করোনা রোগীদের বাড়ি উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের একই পরিবারের তিন জনের করোনা ভা’ই’রাস শনাক্ত হওয়ার পর ওই বাড়িটি ল’ক’ডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাড়ির বাইরে যেতে পারছে না।

এমতাবস্থায় তাদের বাড়ি ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী। এ সময় তিনি পরিবারটি হাতে করোনা ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীতে পরিবারের জন্য এক সপ্তাহের খাদ্য দেওয়া হয়েছে। সাথে পরিবারের জন্য ইফতার সামগ্রী ও ফল রাখা হয়েছে। প্যাকেটে সয়াবিন তৈল ২ লিটার, এক কেজি করে ডাল, চিনি, পেঁয়াজ, ছোলা, খেজুর, জিলাপি ছিল।

বাচ্চাদের জন্য চকলেট, সিভিট, ফল মাল্টা, লেবুসহ নগদ তিন হাজার টাকা দেওয়া হয়। এ সময় ইউএনও’র সাথে ছিলেন কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম।

জানা যায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের আক্রান্ত পরিবারের নারী সদস্য (৬০) গত ২২ এপ্রিল বুধবার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি ক’রো’নায় আ’ক্রা’ন্ত হলে পরবর্তীতে তার বাড়ি থেকে আরো ৬ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কুলাউড়া স্বাস্থ্য বিভাগ। এর পর সোমবার রিপোর্ট আসে ওই নারীর স্বামী (৭০) ও নাতনী (১৫) তারাও ক’রো’না ভা’ইরা’সে সং’ক্র’মিত হন।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ক’রো’নায় আ’ক্রা’ন্ত পরিবারে কিছু ফলমূল, ইফতারসামগ্রী ও নগদ টাকা প্রদান করি।

বর্তমান সময়ে ওই পরিবারকে অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে সবসময় পাশে থাকবে। প্রয়োজনে আরো ফলমূল ও ইফতারি সামগ্রী প্রদান করা হবে।

সুত্রঃ কালের কন্ঠ