আকমলদের একমাত্র জায়গা কারাগারঃ রমিজ রাজা

দুর্নী’তি’বি’রোধী দুটি ধারা ভা’ঙার কারণে উমর আকমলকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নি’ষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজের ভুলের জন্য আপিল করার সুযোগ থাকলেও সেটা করেননি তিনি। এমন কি ভুলের জন্য অনুতাপও করেননি তিনি।
বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে ক্রিকেট মহলে। এরই মধ্যে আকমল নির্বোধ বলে খোঁচা দিয়েছেন পাকিস্তানেরই সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা। তাঁর মতে, জেলই হচ্ছে এদের একমাত্র জায়গা।
টুইটারে রমিজ লিখেছেন, ‘আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় নাম লেখাল উমর আকমল। তিন বছর নিষিদ্ধ। প্রতিভার কী অপচয়। পাকিস্তানে ম্যাচ ফি’ক্সিং’য়ের বি’রু’দ্ধে আইন পাসের উপযুক্ত সময় এখনই। জেলই হচ্ছে এদের একমাত্র জায়গা।’
পিসিবির আইনি পরামর্শদাতা তাফাজ্জল রিজভিও এসবের জন্য আরও বড় শাস্তির পক্ষে কথা বলেছেন। তিনি বলেন, ‘রিপোর্ট না করায় তিন বছরের এই শা’স্তি ঠিকই আছে। পিসিবি যদিও আরো কঠিন শাস্তি চাইছিল।
এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সময় এখনই। কারণ এটা পরিষ্কার যে ভুল থেকে যতটা শেখা উচিত, খেলোয়াড়রা ততটা শিখছে না। আকমলের ক্ষেত্রে আইনি দিক থেকে বলতে পারি, আমি খুবই সন্তুষ্ট যে এই নি’ষে’ধাজ্ঞা যৌক্তিক, ন্যায্য ও যথার্থ।’
গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দু’র্নী’তি’বি’রোধী দুটি ধারা ভা’ঙার অ’ভি’যোগ আনে পিসিবি। অবশ্য এর এক মাস আগে থেকেই ক্রিকেট থেকে দূরে রাখা হয় তাঁকে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগে আকমলকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নি’ষি’দ্ধ করে পিসিবি। বোর্ডের আনা অ’ভি’যোগের বি’রু’দ্ধে আপিল করার সুযোগ ছিল আকমলের। কিন্তু সেটা তিনি করেননি। বরং মেনে নিয়েছেন তিন বছরের নি’ষে’ধাজ্ঞা।
কদিন পর ৩০ বছরে পা রাখতে যাওয়া আকমল তিন বছর ফিটনেস ধরে রেখে ক্রিকেটে ফিরতে পারেন কি না, সেটাই দেখার। দেশের হয়ে ১৬ টেস্টের পাশাপাশি ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন আকমল। সব শেষ পাকিস্তানের হয়ে খেলেছেন ২০১৯ সালে।
এর আগে’ও নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছিলেন আকমল। তবে আগের অ’ভি’যোগ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।
সুত্রঃ এনটিভি অনলাইন
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন