নীরবে দান করে যাচ্ছেন তামিম

প্রকাশিত: এপ্রি ২৮, ২০২০ / ০২:৩৫অপরাহ্ণ
নীরবে দান করে যাচ্ছেন তামিম

এক কেজি চালে প্যাকেট দশজনে ধরে একজন দরিদ্রের হাতে তুলে দেওয়ার ফটোসেশন বাংলাদেশ অনেক দেখেছে এবং নিয়মিতই দেখে যাচ্ছে। বেশিরভাগই নিজেদের দানকাজের নিরন্তর প্রচার করে যাচ্ছেন। সেলফি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু এমন অনেক মানুষ আছেন, যারা স্রেফ নিঃস্বার্থে দান করে যাচ্ছেন। ফটোসেশন তো দূরের কথা, হাল ফ্যাশনের মতো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মপ্রচারের ধারেকাছেও তারা যান না। এমন মানুষের মাঝে পড়েন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের ক্রিকেটে টাকার ছড়াছড়ি। ফুটবলের সুদিন না থাকলেও অর্থের অভাব খুব একটা নেই। কিন্তু অন্যান্য খেলাগুলোর খেলোয়াড়দের দিন কাটছে অর্ধাহারে কিংবা অনাহারে।

অধিনায়ক তামিম ইকবাল এই অসহায় ক্রীড়াবিদদের খোঁজ বের করে ৯১ জনের তালিকা করেছেন। তারপর সবাইকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। তামিম ইকবাল নিজের দানের গল্প নিজে না করলেও সহায়তা প্রাপ্তদের মাধ্যমেই তা সংবাদমাধ্যমে উঠে এসেছে। অধিনায়কের এমন মানসিকতা মুগ্ধ করেছে সবাইকে।

এসবই কিন্তু তামিমের ব্যক্তিগত তহবিল থেকে দান করা। ক্রি কেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, অ্যাথলেটিকস, হকিসহ প্রায় সব খেলার ক্রীড়াবিদ আছেন এই তালিকায়।এছাড়া তামিম জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে মিলে নিজের বেতনের অর্ধেক করোনা তহবিলে দান করেছেন।

মাশরাফি বিন মুর্তজার পরামর্শে জাতীয় ক্রিকেটারদের বেতন থেকে তহবিল গড়ার সমন্বয় করেছিলেন তামিম। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল সংগ্রহের কমিটিতও আছেন তিনি। ‘একজন বাংলাদেশ’ নামে পরিচিত পাওয়া তরুণী নাফিসা খানের মাধ্যমেও তিনি অনেক পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন