সিঙ্গাপুর-কুয়েতেই ভারতীয় প্রবাসীরা সবথেকে বেশি করোনা আ’ক্রান্ত

Apr 28, 2020 / 01:06am
সিঙ্গাপুর-কুয়েতেই ভারতীয় প্রবাসীরা সবথেকে বেশি করোনা আ’ক্রান্ত

বিদেশে থাকা ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি করো’না’ভা’ইরাসের সং’ক্র’মণ ঘটেছে সিঙ্গাপুর ও কুয়েতে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, বিদেশি যত ভারতীয় সং’ক্রা’মিত হয়েছেন, তার অর্ধেকেরও বেশি রয়েছেন এই দুই দেশে।

কেন্দ্রের কাছে থাকা রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন দেশে থাকা ৬,২০০ প্রবাসী ভারতীয় ক’রো’না আ’ক্রা’ন্ত। এর মধ্যে শুধু সিঙ্গাপুরেই আ’ক্রা’ন্তের সংখ্যা ২,৩০০-র বেশি। এই সং’ক্র’মিতদের অধিকাংশই আবার শ্রমিক। সিঙ্গাপুরের বিভিন্ন ডর্মিটরিজে তাঁরা রয়েছেন। এই হিসেব যদিও গত সপ্তাহের। কয়েক দিনে আ’ক্রা’ন্তের এই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনাই বেশি।

অন্য দিকে, কুয়েতে ১,৩০০ বেশি প্রবাসী ভারতীয় করো’না’য় আ’ক্রা’ন্ত। সূত্রের খবর, বাহারিন ও কাতারে প্রায় ৫০০ জন করে ক’রো’না আ’ক্রা’ন্ত ভারতীয় রয়েছেন। ইরানে ক’রো’না সং’ক্রা’মিত ভারতীয়ের সংখ্যা ৩০০ জন।

গতমাসে ইরানেই সবথেকে বেশি ভারতীয়ের ক’রো’নায় আ’ক্রা’ন্তের খবর মেলে। এঁদের বড় সংখ্যকই প্রবীণ শিয়া তীর্থযাত্রী। কাশ্মীর, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে তীর্থে ইরানে গিয়েছিলেন। সেখানকার পবিত্র শহর কওমে গিয়েই ক’রো’নার সং’ক্র’মণ হয়েছে।

কওমে ক’রো’না আ’ক্রা’ন্ত ভারতীয় তীর্থযাত্রীদের যাতে সুচিকিত্‍‌সা হয়, সে ব্যবস্থা করে দিয়েছেন সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিকরা। ইরান সরকারের সঙ্গে কথা বলে, বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, ভারতে ল’ক’ডাউন উঠে গেলেই বিশেষ বিমানে ইরান থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।

১৬ এপ্রিল পর্যন্ত বিশ্বের ৫৩ দেশে ক’রো’না আ’ক্রা’ন্ত ভারতীয়ের সংখ্যা ছিল ৩,৩৩৬। গত একসপ্তাহে এই সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ক’রো’না সং’ক্রা’মিত ভারতীয় বেড়ে হয়েছে ৬,২০০। ইতিমধ্যে বিদেশে ৪০ ভারতীয় মা’রা’ও গিয়েছেন।

২৩ এপ্রিল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। লি আশ্বস্ত করেছেন, সিঙ্গাপুরে ভারতীয় শ্রমিকদের চিকিত্‍‌সায় কোনও ত্রুটি হবে না। ভারতে থাকা সিঙ্গাপুরের নাগরিকদের চিকিত্‍‌সার দিকেও যাতে খেয়াল রাখা হয়, সে বিষয়ে মোদীর কাছে আর্জি জানান লি।

গত সপ্তাহের হিসেব অনুযায়ী, সিঙ্গাপুরে ১১,০০০ করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে। বিদেশি কর্মী আবাসে থাকা ওয়ার্ক পারমিট হোল্ডাররাই ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছেন। ২৫টি ডর্মিটরিজকে ইতিমধ্যে আইসোলেশন অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

সুত্রঃ এই সময়