অক্ষয় এবার ২ কোটি রুপি দিলেন মুম্বাই পুলিশকে

প্রকাশিত: এপ্রি ২৭, ২০২০ / ১১:৪৮অপরাহ্ণ
অক্ষয় এবার ২ কোটি রুপি দিলেন মুম্বাই পুলিশকে

বৈশ্বিক মহা’মা’রি ক’রো’নার প্রকোপে নাকাল জনজীবন। অন্য অনেক দেশের মতো পাশের দেশ ভারতেও আ’ক্রা’ন্তের সংখ্যা কম নয়। দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষ প্রাণ’ঘা’তী এ ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন।

৩ মে পর্যন্ত পুরো ভারতে ল’ক’ডাউন চলছে। বাড়ছে সিল করা এলাকার সংখ্যা। তারকাদের শহর বলে সুপরিচিত মুম্বাইয়েও ক’রো’নায় আ’ক্রা’ন্তের সংখ্যা বাড়ছে। আর ক’রো’না মো’কা’বিলায় বারবার সহায়তার হাত বাড়াচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে দুই কোটি রুপি অনুদান দিয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাই পুলিশের হেড কনস্টেবল চন্দ্রকান্ত পেনদুরকার ও সন্দীপ ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন।

এ ছাড়া ক’রো’না’র বি’রু’দ্ধে যু’দ্ধে একেবারে সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এসব মাথায় রেখেই এ অনুদান দিলেন অক্ষয়। মুম্বাই পুলিশের পক্ষ থেকে এ অনুদানের জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

আজ (২৭ এপ্রিল) সি পি মুম্বাই পুলিশের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে বলা হয়েছে, ‘মুম্বাই পুলিশ ফাউন্ডেশনকে দুই কোটি রুপি অনুদানের জন্য অক্ষয় কুমারকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। আপনার এই অনুদান সেসব মানুষকে সাহায্য করবে, যাঁরা এ শহরের মানুষকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।’

বেশ বড় অঙ্কের অর্থ দিয়ে এর আগে ক’রো’না’ভা’ইরাস মো’কা’বিলায় এগিয়ে এসেছিলেন অক্ষয় কুমার। ২৫ কোটি রুপির বিশাল অঙ্কের অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেয়ার ফান্ডে দিয়ে ভক্ত-অ’নু’রাগীদের ভালোবাসা কুড়িয়েছিলেন তিনি।

এরপর পিপিই, মাস্ক ও কিট তৈরিতে সহায়তা করতে ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) তিন কোটি রুপি দেন অক্ষয়। এ ছাড়া নানা সহায়তা দিয়ে যাচ্ছেন এ তারকা।

অক্ষয় কুমারকে আগামীতে রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ সিনেমায় দেখা যাবে। এতে অক্ষয় পুলিশের চরিত্রে অভিনয় করবেন। এ ছবিতে তাঁর নায়িকা ক্যাটরিনা কাইফ।

সুত্রঃ এনটিভি অনলাইন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন