বিজিবির সহায়তা পেল পাটগ্রামে ২০০ পরিবার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে কর্মহীন ও দরিদ্রদের মাঝে বিজিবির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২০০ পরিবার পেয়েছে এ সহায়তা।
সূত্র জানায়, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে সোমবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাউরা পাবলিক দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সহায়তা প্রদানকালে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। চাল,ডাল,আটা,সুজি, সাবান, লবণ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
বিজিবির এ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, ৫১ বিজিবি ঠ্যাংঝাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. জাহাঙ্গীর আলম,
বাউরা ডাংগাটারী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. নাসির উদ্দিন, বাউরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. মিজানুর রহমান বাবলু , মো. আনিছুর রহমান মানিক, মো. আব্দুল কাদের সরকার, মো. সাইদুল ইসলাম প্রমূখ।
সুত্রঃ কালের কন্ঠ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন