মুম্বাই পুলিশও বলল ‘প্রমাণ দাও’!

খ্যাতিমান হলিউড তারকা ক্রিস হেমসওর্থ অভিনীত ‘এক্সট্রাকশন’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। ক্রিসের মুখ থেকে বাংলা সংলাপ উচ্চারিত হওয়ার বিষয়টিও কম আলোচিত হচ্ছে না। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সংলাপটি এখন ভারতের মুম্বাই পুলিশও ব্যবহার করছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ক্রিস অভিনীত নেটফ্লিক্সের ছবি ‘এক্সট্রাকশন’ দর্শক-বোদ্ধাদের প্রশংসা কুড়াতে ব্যর্থ হয়েছে। তবে ছবিতে ব্যবহৃত ‘প্রমাণ দাও’ সংলাপটি নিঃসন্দেহে বাঙালির হৃদয় কেড়ে নিয়েছে।
১৪ সেকেন্ডের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। হেমসওর্থের স্পষ্ট বাংলা উচ্চারণ নিয়ে জনমানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। এবার মুম্বাই পুলিশও ব্যবহার করছে আলোচিত ওই সংলাপ।
আজ সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে মুম্বাই পুলিশ। সেখানে ক্রিসের ছবির সঙ্গে লেখা আছে ‘প্রমাণ দাও’ । ছবির ক্যাপশনে লেখা, ‘বাড়ি থেকে বের হওয়ার আগে অন্তত একটি যেন থাকে, তা নিশ্চিত করো। কেননা আমরা ছাড় দেব না।’
Make sure you always have one before you leave home because – Hum negotiate 'NAHI' karenge. #LockdownMandates #PromanDao pic.twitter.com/GovCmVFWNo
— Mumbai Police (@MumbaiPolice) April 27, 2020
টুইটটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। ‘আমি নিশ্চিত মুম্বাই পুলিশ একজন জনসংযোগ কর্মকর্তা পেয়েছেন, যিনি সারা দিন সিরিজ দেখেন ও এ রকম ফালতু মিম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন,’ লেখেন এক নেটিজেন। আরেকজন লেখেন, ‘তা ঠিক আছে, কিন্তু আপনারা কেন এটা ব্যবহার করেছেন?’
‘এক্সট্রাকশন’ পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। এতে অভিনয় করেছেন টেইলর রাকের ভূমিকায় ক্রিস হেমসওর্থ, রুদ্রাক্ষ জয়সালের ভূমিকায় অভি, ডেভিড হার্বার, পঙ্কজ ত্রিপাঠি, রণদীপ হুদা, মার্ক ডোনাটো, ফে মাস্টারসন, ডেরেক লুক প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ সিনেমার পরিচালক জো ও অ্যান্থনি রুশো।
ঢাকার প্রেক্ষাপটে নির্মিত হলেও ছবির মূল দৃশ্যায়ন হয়েছে ভারতের আহমেদাবাদের একাধিক লোকেশনে। সেখানে বাংলাদেশের মতো করেই সেট তৈরি করা হয়। পরে ঢাকায় সামান্য কিছু শুট করা হয়। বিশেষ করে বুড়িগঙ্গা নদী ও সেতুর দৃশ্য নিয়ে ঢাকার দর্শক ট্রেইলার মুক্তির পর থেকে আলোচনা করছেন।
২০১৮ সালের নভেম্বরে কাজ শুরু হয় ছবিটির। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রডাকশনের কার্যক্রম শেষ হয়। গত ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ব্যয়বহুল ও আলোচিত ছবিটি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন