তুমি ধ্বং’স করে দিলে আমার ছেলের ক্যারিয়ারঃ যুবরাজকে ব্রডের বাবা

প্রকাশিত: এপ্রি ২৭, ২০২০ / ০৬:৩৯অপরাহ্ণ
তুমি ধ্বং’স করে দিলে আমার ছেলের ক্যারিয়ারঃ যুবরাজকে ব্রডের বাবা

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ক্রিকেটপ্রেমীরা এর চেয়েও বেশি মনে রেখেছেন ওই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে যুবরাজ সিংয়ের মা’রা ছয় ছক্কা। স্টুয়ার্ট ব্রডের ওভারে সেই কৃতিত্ব দেখান তিনি।

ওই কীর্তি গড়ার পর পর যুবিকে অবাক করা কথা বলেন বিধ্বস্ত ইংলিশ পেসারের বাবা ক্রিস ব্রড। তা কি বলেন তিনি? চলুন জবাবটি শোনা যাক ভারতীয় সাবেক অলরাউন্ডারের মুখেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নামে ভারত। যুবরাজের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের পাহাড় গড়ে তারা। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেন যুবি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড। জবাবে ২০০ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

ওই দিন টিম ইন্ডিয়া ইনিংসের ১৮তম ওভারে বল করেন অ্যান্ড্রু ফ্লিনটফ। তার ওভারে ভালো দুটি ডেলিভারিও চার মারেন যুবরাজ সিং। তাতে চটে যান ইংলিশ তারকা অলরাউন্ডার। মাঠেই ভারতীয় ব্যাটসম্যানের গলা কেটে দেয়ার হু’ম’কি দেন তিনি।

ফ্লিনটফের ওই দু’র্ব্য’বহারের উত্তরে যুবরাজ ব্যাট উঁচিয়ে বলেন, আমার হাতের এটা দেখতে পাচ্ছ। তুমি জানো, এটি দিয়ে আমি তোমার কোথায় আ’ঘা’ত করতে পারি।’

ফ্লিনটফের সঙ্গে উ’ত্ত’প্ত বাক্য’বিনিময়ে স্বভাবতই তেঁতে যান যুবরাজ। সেটির ঝাল ঝাড়েন ১৯তম ওভারে বল করতে আসা স্টুয়ার্ট ব্রডের ওপর। তাকে ৬ ছক্কা হাঁকান ভারতীয় বিস্ফোরক বাঁহাতি ব্যাটার। তাতে পুরোপুরি ভেঙে যান ইংল্যান্ডের তরুণ ফাস্ট বোলার।

যুবরাজ জানিয়েছেন, ভারত-ইংল্যান্ড ম্যাচে রেফারি ছিলেন স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড। ওই ঘটনার পরের দিন তার সঙ্গে কথা বলেন তিনি।

যুবিকে সিনিয়র ব্রড বলেন, তুমি আমার ছেলের ক্যারিয়ার প্রায় শেষ করে দিলে। তোমাকে এ জার্সিটায় আমার জন্য সই করে দিতে হবে।’ ব্রিটিশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে যুবরাজ ওই জার্সিতে লেখেন, অল দ্য বেস্ট।

তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন