সৌদিতে অপ্রাপ্তবয়সের অপ’রাধে আর শির’শ্ছে’দ হবে না

Apr 27, 2020 / 12:27am
সৌদিতে অপ্রাপ্তবয়সের অপ’রাধে আর শির’শ্ছে’দ হবে না

অপ্রাপ্তবয়সে করা অ’প’রা’ধে’র জন্য কাউকে শি’র’শ্ছে’দের সাজা দেয়া হলে, তা আর কার্যকর করবে না সৌদি আরব।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ডিক্রির বরাতে দেশটির রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন (এইচআরসি) এমন খবর দিয়েছে।

আদেশে বলা হয়, নাবালক অবস্থায় করা অ’প’রা’ধের দরুন কোনো নারী কিংবা পুরুষকে মৃ’ত্যু’দ’ণ্ডের সা’জা দেয়া হলে তা আর কার্যকর করা হবে না।

বিকল্প হিসেবে ওই ব্যক্তিকে কারা’দ’ণ্ড ভো’গ করতে হবে। কিন্তু কিশোর সংশোধন কেন্দ্রের সাজা দশ বছরের বেশি হবে না।- খবর রয়টার্স ও এক্সপ্রেস ট্রিবিউন

এক বিবৃতিতে এইচআরসির সভাপতি আওয়াদ আল-আওয়াদ এসব দাবি করেছেন। এর আগে সৌদি আরবে চাবু’ক মা’রা’র শা’স্তি উঠিয়ে নেয়া হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, চাবুক মা’রা’র বদলে কা’রা’দ’ণ্ড কিংবা জরি’মা’নার বিধান করা হবে।

বলা হয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমানের মানবাধিকার সংস্কারের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভিন্নমতাবলম্বীদের দ’ম’নসহ প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগি হ’ত্যা’কা’ণ্ডে’র ঘটনায় ব্যাপক স’মা’লোচনার মুখে রয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মানবাধিকারের সবচেয়ে বাজে রেকর্ড সৌদির বলে দাবি করেছেন সমালোচকেরা।

দেশটিতে সর্বশেষ চাবু’ক মা’রা’র ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় ২০১৫ সালে। তখন ব্লগার রাফি বাদাওয়িকে প্রকাশ্যে চা’বুক মা’রা’র ঘটনা ঘটেছিল।

ইসলাম অব’মা’ন’না ও সাই’বার অ’প’রাধের অভিযোগ আনা হয়েছিল তার বি’রু’দ্ধে। অ’প’রাধ প্রমাণিত হওয়ার পর তাকে এক হাজার বার চা’বুক মা’রা’র সা’জা ঘোষণা হয়েছিল।

কিন্তু বিশ্বব্যাপী ক্ষো’ভ ও তার মৃ’ত’প্রায় অবস্থা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর সেই সা’জার আংশিক মওকুফ করা হয়েছিল।

এসব ঘটনা সৌদি আরবের ভাবমর্যাদার জন্য ক্ষ’তি’কর বলে জানিয়েছেন বিবিসির আরব বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার।

সুত্রঃ যুগান্তর