নারীদের জন্যই ‘পাকিস্তানে করোনা সং’ক্রমণ ঘটছে’ : মাওলানা জামিল

Apr 26, 2020 / 10:47pm
নারীদের জন্যই ‘পাকিস্তানে করোনা সং’ক্রমণ ঘটছে’ : মাওলানা জামিল

পাকিস্তানে ক’রো’না ভা’ই’রাস ছড়িয়ে পড়ার জন্য নারীদের দায়ী করে এক নতুন সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রশিদ্ধ আলেম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দাঈ মাওলানা তারিক জামিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে তিনি এমন মন্তব্য করেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের অ’শালীন মনোভাব এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের বিপথে নেওয়াই পাকিস্তানে এই ভা’ই’রাসের সং’ক্র’মণের জন্য দায়ী।

এ সময় মাওলানা তারিক জামিল বলেন, ‘কে আমাদের সম্মানকে টুকরো টুকরো করে দিয়েছে? কে আমাদের মেয়েদের নাচতে বাধ্য করছে? কে তাদের ছোট ছোট জামা-কাপড় পড়তে বলছে? এর জন্য আমি কাকে দায়ী করবো?’

তিনি আরো বলেন, যুগে যুগে যখনই মুসলিম নারী ও তরুণরা অশা’লী’নতাকে বেছে নিয়ে বি’পথে গিয়েছে, তখনই তাদের উপর খোদার গ’জব নেমে এসেছে। লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরও এই গজব এসেছিল, যখন তারা সীমা অ’তিক্রম করে।

কোনো জাতি বা সম্প্রদায়কেই একবারের বেশি এই গ’জ’বের মুখোমুখি হতে হয় নি। শুধু লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরই পাঁচবার এ গ’জ’ব নেমে এসেছিল।

মাওলানা তারিক জামিলের এই মন্তব্যের পরই তাকে নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে এক তুমুল বিত’র্ক সৃষ্টি হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই তার সমা’লোচনা করছেন।

এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি। আরেক টুইট বার্তায় মাওলানা জামিলের এমন বক্তব্যকে নারীদের প্রতি অপ’মা’ন উল্লেখ করে তাকে ক্ষমা চাইতে বলেন সিনেটর সেরি রেহমান।

সুত্রঃ ইত্তেফাক