করোনাঃ বলে মুখের লালা লাগানো নিয়ে যা বললেন নেহরা

Apr 26, 2020 / 08:41pm
করোনাঃ বলে মুখের লালা লাগানো নিয়ে যা বললেন নেহরা

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন ছোঁয়া’ছে ভা’ই’রাস করোনা পরবর্তী সময়ে ক্রিকেট বলে মুখের লালা ব্যবহারের রীতি পাল্টে যেতে পারে।

এ ব্যাপারে ভারতের সাবেক তারকা পেসার আশিষ নেহরা বলেছেন, বলে মুখের লালা কিংবা ঘাম ব্যবহার না করলে বল স্যুইং হবে না। এই দুটি জিনিসই স্যুইং বোলিংয়ের প্রাথমিক চাহিদা।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সম্প্রতি নেহরা বলেছেন, ভেসলিন ব্যবহার করলে বল চকচকে থাকবে কিন্তু মুখের লালা বা ঘামের মতো কখনই হবে না।

মুখের লালা দিয়ে বল পালিশের বিষয়ে একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে সম্প্রতি বলা হয়েছে, আম্পায়ারদের তত্ত্বাবধানে বৈধ কোনো পদার্থ দিয়ে বল পালিশের চেষ্টা করা হচ্ছে।

সুত্রঃ যুগান্তর