করোনার মধ্যেও ‘যৌতুকের জন্য স্ত্রী নি’র্যা’তন’

প্রকাশিত: এপ্রি ২৬, ২০২০ / ০৬:৩৯অপরাহ্ণ
করোনার মধ্যেও ‘যৌতুকের জন্য স্ত্রী নি’র্যা’তন’

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যৌ”তুকের জন্য স্ত্রীকে নি’র্যা’তনের অ’ভি’যোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বি’রু’দ্ধে। নি’র্যা’তিত গৃহবধূর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় ভগ্নিপতিসহ তিনজনের বি’রু’দ্ধে এজাহার দাখিল করেছেন

অ’ভি’যোগ থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা সদরের কেশবপুর গ্রামের শিমুল মালাকারের সাথে জকিগঞ্জ উপজেলার নীলাম্বর পুর গ্রামের জলি মালাকারের বিয়ে হয় কয়েক বছর আগে।

বিয়ের পর থেকে শিমুল মালাকার যৌ’তু’কের জন্য জলি মালাকারকে শারীরিক ও মানসিক নি’র্যা’তন করতে থাকে। গত ২২ ও ২৩ এপ্রিল জলি মালাকারকে স্বামী শিমুল মালাকার শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে গাড়ি কিনতে ৫ লাখ টাকার জন্য ফোন করতে চাপ দেয়।

জলি মালাকারের ভাই মতন মালকার জানান, আমার বোনকে যৌ’তু’কের জন্য মা’র’পিট করলে খবর পেয়ে আমি জগন্নাথপুর এসে থানা পুলিশের সহায়তায় বোনকে উদ্ধার করে থানায় লিখিত অভি’যো’গ দাখিল করি।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাখায়াত হোসেন জানান, বিষয়টি পারিবারিক বিরোধ। আমরা নিষ্পত্তির জন্য উভয়পক্ষের সম্মতিতে মেয়েকে ভাইয়ের সাথে বাবার বাড়ি কিছু দিনের জন্য বেড়াতে দেওয়ার ব্যবস্থা করি।

সুত্রঃ কালের কন্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন