সিঙ্গাপুরে আরও ৪৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন

Apr 26, 2020 / 01:41am
সিঙ্গাপুরে আরও ৪৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন

সিঙ্গাপুরে করোনা’ভা’ই’রাস আ’ক্রা’ন্ত আরও ৪৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে শনিবার (২৫ এপ্রিল) বাসায় ফেরেন তারা। এ নিয়ে দেশটিতে ১ হাজার ২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরলেন।

সিঙ্গাপুরে নতুন করে আরও ৬১৮ জন করো’না’ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আ’ক্রা’ন্তের সংখ্যা ১২৬৯৩ জন৷ এতে মোট ১২ জনের মৃ’ত্যু হয়েছে৷ দেশটিতে অভিবাসীদের থাকার ডরমেটরিগুলো এখন সবচেয়ে বড় ক্লাস্টারে পরিণত হয়েছে।

শনিবার যাদের করোনা শনাক্ত করা হয়েছে, তারা সবাই স্থানীয়ভাবে আ’ক্রা’ন্ত হয়েছেন। তাদের বেশির ভাগই ওয়ার্ক পাশ হোল্ডার। এর মধ্যে ৫৯৭ জন ডরমেটরিতে থাকতেন এবং ১২ জন ডরমিটরির বাইরে বাস করতেন৷ বাকি ৭ জন স্থানীয় নাগরিক৷

সিঙ্গাপুরে ১২১৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এর মধ্যে ২৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷

১০ হাজার ৪৬৫ জনের অবস্থা ভালো, কিন্তু পরীক্ষায় করোনা’ভা’ই’রাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা এবং যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে৷

সুত্রঃ জাগো নিউজ