এক হাজার পিপিই দিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ালেন বিদ্যা

প্রকাশিত: এপ্রি ২৫, ২০২০ / ০৭:২১অপরাহ্ণ
এক হাজার পিপিই দিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ালেন বিদ্যা

করোনাভা’ই’রাসমুক্ত একটি সুন্দর পৃথিবী দেখার প্রত্যাশায় এখন প্রহর গুনছেন সবাই। কোভিড-১৯-এর বি’রু’দ্ধে সামনে থেকে ল’ড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। আর তাঁদের সুরক্ষিত রাখতে এগিয়ে আসছেন বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান।

এবার বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তাঁদের এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদানের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আরো এক হাজার পিপিইর ব্যবস্থা করতে সবাইকে তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত রোগীদের সংস্পর্শে গিয়েই চিকিৎসার কাজ করতে হয় স্বাস্থ্যকর্মীদের।

আর এতে সং’ক্র’মিত হওয়ার ব্যাপক ঝুঁ’কির মধ্যে রয়েছেন তাঁরা। এ কারণে তাঁদের সাহায্যার্থে এক হাজার পিপিই বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যা বালান।

বিদ্যা সব সময়ই মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁর এমন ঘোষণার ফলে আরো একবার তাঁর মানবিক সত্তার প্রকাশ পেল। পাশাপাশি তিনি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও পাঠাবেন বলে জানা গেছে।

সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খান মহারাষ্ট্রে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য ২৫ হাজার পিপিই অনুদান দেন। তাঁর এমন কর্ম’কাণ্ডে মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়কমন্ত্রী রাজেশ তোপ তাঁকে ধন্যবাদ জানান।

এর আগে বলিউডে অক্ষয় কুমার, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান, ভিকি কুশল, আলিয়া ভাট; দক্ষিণী মহাতারকা রজনীকান্ত, প্রভাস, মহেশ বাবু, আল্লু অর্জুন, তামান্না ভাটিয়াসহ অনেক তারকা করোনা’ভা’ইরাস মো’কা’বিলায় নানা অঙ্কের অনুদান দিয়েছেন। পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।

View this post on Instagram

Namaste, it is critical that we provide PPE (Personal Protective Equipment) kits to our healthcare workers for their protection in this #WarAgainstCovid19. I am donating 1000 PPE kits for our medical staff and have partnered with Tring to raise donation for another 1000 PPE kits which are in immediate need across India for our doctors and medical staff. For your contribution, I will send you a personal thank you video message recognising your generosity. This video will be in permanent memory with you. Log onto www.tring.co.in and go to my profile to donate or you can click this link: www.tring.co.in/Vidya-Balan Let's all join the #WarAgainstCovid19 and #UniteForHumanity #StaySafe #StayHome #JustTringIt #IndiaFightsCorona

A post shared by Vidya Balan (@balanvidya) on

সুত্রঃ এনটিভি অনলাইন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন