রাজধানীতে করোনায় ৭ বছরের শিশুর মৃত্যু

Apr 25, 2020 / 01:50pm
রাজধানীতে করোনায় ৭ বছরের শিশুর মৃত্যু

নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ আ’ক্রান্ত হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল । শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি জানান, ছোটবেলা থেকেই মেয়েটির কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। এই মেয়েটির অবস্থাও খারাপ ছিল।

দাফনের জন্য শনিবার সকালে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. শিহাব।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ হন। এদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন।

সূত্র : সমকাল