ফের বাড়াল মালয়েশিয়ার লকডাউনের মেয়াদ

Apr 24, 2020 / 06:43pm
ফের বাড়াল মালয়েশিয়ার লকডাউনের মেয়াদ

করোনার বিস্তার ঠেকাতে চতুর্থবারের মতো লকডাউন বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ভাষণে এই ঘোষণা দেন। এবার ১২ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

চলমান লকডাউনের মেয়াদ শেষ হবে ২৮ এপ্রিল। প্রথম দফা লকডাউনের পর থেকেই এর বাস্তবায়নে পুলিশের পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় দেশজুড়ে।

জানা যায়, গত কয়েকদিনে মালয়েশিয়াজুড়ে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা কিছুটা কমলেও ফের বাড়তে থাকায় চতুর্থবারের মতো এ ঘোষণা দেয় সরকার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বৃহস্পতিবার রাত) দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬০৩ জন, মৃত্যু হয়েছে ৯৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন তিন হাজার ৫৪২ জন।

অন্যদিকে গৃহবন্দি হয়ে পড়া বাংলাদেশি ছয় লাখ বৈধ প্রবাসীসহ আরও কয়েক লক্ষাধিক অবৈধ প্রবাসী রয়েছেন চরম উদ্বেগ-উৎকন্ঠায়।

দফায় দফায় লকডাউন বৃদ্ধির কারণে কর্মহীন এসব শ্রমিক ব্যাপক শঙ্কা আর খাদ্য সংকটে রয়েছেন বলে জানা গেছে। প্রবাসীদের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।