ক’রোনা নিয়ে গান বের করলেন পুলিশ সার্জেন্ট

প্রকাশিত: এপ্রি ২৪, ২০২০ / ০২:৫০পূর্বাহ্ণ
ক’রোনা নিয়ে গান বের করলেন পুলিশ সার্জেন্ট

চলমান করোনা’ভা’ই’রাসের তা’ণ্ড’ব’ভে পর্যু’দ’স্ত বিশ্ব। এই অনুজীবকে মো’কাবেলা করার জন্য সারাবিশ্বে লড়’ছে বিভিন্ন পেশাজীবীর মানুষ। এদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী।

ক’রো’নার লড়াই মুহূর্তে বাংলাদেশের পুলিশবাহিনীকে গান গাইলেন পুলিশ সদস্য দ্বীন ইসলাম। গানের কথা লিখেছেন সাজিন সালমান সুর ও সংগীত আয়োজন অনিম খান।

দ্বীন ইসলাম বলেন, ক’রো’না নিয়ে গানটি আসলে সচেতনতার জন্যই করা। দেশের ক্রা’ন্তিলগ্নে সকলের একটা তাগিদ কাজ করে। তাগিদ তৈরি করে উদ্দীপনা। সেই উদ্দীপনা থেকেই আমি গান করার চেষ্টা করেছি। আ’তং’ক নয় সচেতনতা বোধই পারে ক’রো’না থেকে মুক্তি। সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন।

দ্বীন ইসলামের প্রথম গানের অ্যালবাম ২০০৩ সালে প্রকাশ পায়। পুরোদস্তুর ছাত্র অবস্থায় এই গানের অ্যালবাম তাঁকে কিছুটা পরিচিতি এনে দেয়। দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালে। এরমধ্যে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সেখানেও তাঁর কণ্ঠের প্রশংসা ছড়িয়ে পড়ে।

জানা যায়, পুলিশে তাঁকে নির্বাচন করা হয় ‘বাংলাদেশ পুলিশ’ এর থিম সং গাওয়ার জন্য। দ্বীন ইসলাম কণ্ঠ দেন। এই থিম সং এখন পুলিশের সর্বত্র বাজে। দ্বীন বলেন, ‘আমি আমার দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় গাইতে চাই। সাধারণ মানুষের মধ্যে আমার একটা জায়গা তৈরি হয়েছে। আমি তাঁদের জন্যও গান করি।’

সুত্রঃ কালের কন্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন