সিঙ্গাপুরে করোনা আ’ক্রান্তদের ৪০ ভাগই বাংলাদেশি

সিঙ্গাপুরে ক’রো’না আ’ক্রা’ন্তেদের ৪০ শতাংশই বাংলাদেশি। এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের ২০টি ডরমেটরিতে ছড়িয়েছে কোভিড-নাইনটিন।
এতো বিপুল সংখ্যক প্রবাসী ভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হওয়ায়, চরম উদ্বেগে দিন কাটছে ১ লাখ ২০ হাজারের বেশি বাংলাদেশির। বর্তমানে সরকারি নজরদারিতে ডরমেটরিগুলোতে গৃহব’ন্দি রয়েছেন তারা।
সিঙ্গাপুরে এভাবেই ডরমেটরিতে এক ঘরে থাকেন ১২ থেকে ১৫ জন প্রবাসী বাংলাদেশি। যাদের বেশিরভাগই শ্রমিক। কোভিড-নাইনটিন এমন ২০টি ডরমিটরিতে ছড়িয়ে পড়ায়, দেশটিতে বাংলাদেশি আ’ক্রা’ন্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
শ্রমিকদের কাজ বন্ধ, দেশব্যাপী পহেলা জুন পর্যন্ত ল’কডাউন। এই সময়ে সিঙ্গাপুর সরকার তাদের বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে, দেয়া হচ্ছে বিনামূল্যে খাবার ও ওয়াইফাই সুবিধা।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আ’ক্রা’ন্তদের অধিকাংশই বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক। ক’রাো’না শনাক্ত হওয়ার পর ডরমিটরি থেকে তাদের হাসপাতালে নেয়া হয়। আর সংস্পর্শে আসাদের পাঠানো হয় আইসোলেসনে।