ল’কডাউন ঘোষণা করা হলো কুড়িগ্রামকে

Apr 24, 2020 / 12:00am
ল’কডাউন ঘোষণা করা হলো কুড়িগ্রামকে

প্রাণঘা’তী করোনা’ভা’ইরাস সং’ক্র’মণ ঝুঁ’কি মো’কা’বেলায় অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা ল’ক’ডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ল’ক’ডাউন কার্যকর হবে।

বৃহস্পতিবার সকালে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্র’তি’রোধ সং’ক্রা’ন্ত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ ঘোষণা দেন।

সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের সময়ে জরুরি সেবা ব্যতীত কুড়িগ্রাম জেলায় সব ধরনের যানবাহন ও জনসাধারণের জেলায় প্রবেশ ও প্রস্থান নিষি’দ্ধ করা হল।

আদেশ অমা’ন্যকারীদের বি’রু’দ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।উল্লেখ্য, কুড়িগ্রামে এখন পর্যন্ত ঢাকা ফেরত ৪ জন ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়েছে।

সুত্রঃ যুগান্তর