ত্রাণের দাবিতে সৈয়দপুরে বিক্ষো’ভ

Apr 23, 2020 / 10:20pm
ত্রাণের দাবিতে সৈয়দপুরে বিক্ষো’ভ

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার আমিন মোড়ে ত্রাণের দাবিতে বি’ক্ষো’ভ করেছেন স্থানীয়রা। তারা দুজন কাউন্সিলরকে ধা’ওয়া করার পাশাপাশি সড়ক অব’রো’ধ করে রাখেন।

খবর পেয়ে সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ দেওয়ার আশ্বাস দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর পৌরসভার ১৩ ও ১৪নং ওয়ার্ডের হানিফ মোড় ও আমিন মোড়ে এ বি’ক্ষো’ভের ঘটনা ঘটে।

সূত্র জানায়, ক’রো’না পরিস্থিতিতে ত্রাণ না পেয়ে বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর পৌরসভার ১৩ ও ১৪নং ওয়ার্ডের মানুষজন হানিফ মোড়ে সড়ক অব’রো’ধ করেন। শহরের বাঁশবাড়ী ও মিস্ত্রিপাড়া বিভিন্ন বয়সী নারী-পুরুষ দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন।

খবর পেয়ে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর আলম এবং ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বি’ক্ষু’ব্ধ লোকজন কাউন্সিলরকে লাঠি’সো’টা নিয়ে ধা’ও’য়া করেন। সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

এদিকে সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এলাকাবাসীর সাথে কথা বলে তাদের ত্রাণ দেয়ার আশ্বাস দেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ‘অব’রো’ধ চলাকালীন কিছু মানুষের নিক্ষেপ করা ঢিলে এক নারী পুলিশ সদস্য আ’ঘা’ত পেয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সুত্রঃ কালের কন্ঠ