ভারতের এই নারী ক্রিকেটার লকডাউনে ম্যাজিক দেখাচ্ছেন (ভিডিও)

করো’না’ভা’ই’রাসের কারণে চারদিক স্থব্ধ হয়ে গেছে। খেলাধুলা সব বন্ধ। মানুষ ঘরে ব’ন্দি হয়ে আছে। কিন্তু ঘরে বসেই অনুরাগীদের সঙ্গে সংযোগস্থাপন করছেন ক্রিকেটাররা। আর সংযোগস্থাপনের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন উপায়।
ভারতের নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার ভক্তদের জন্য উহার দিলেন ম্যাজিক ট্রিক! সম্প্রতি ইনস্টাগ্রামে ভারত অধিনায়কের সেই ম্যাজিক দেখে তাজ্জব বনে গেছে সবাই।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে আয়নার সামনে একটি গ্লাসে টেবিল টেনিস বল নিয়ে দাঁড়িয়ে হরমপ্রীত সেটি ছুড়ে দিচ্ছেন তার প্রতিবিম্বকে। হরমনপ্রীতের প্রতিবিম্ব সেটিকে ধরে ফের ছুঁড়ে দিচ্ছেন হরমনপ্রীতকে।
সবমিলিয়ে ভিডিওটি দেখে অনুরাগীরা রীতিমতো ধাঁধায় পড়ে গেছেন যে, আসল হরমনপ্রীত কোনটি। দু’র্দান্ত ম্যাজিক ট্রিকে অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। অনেকে এই ম্যাজিকের ট্রিকও শিখতে চেয়ে অনুরোধ করেছেন।
ভিডিওটির ক্যাপশনে এই তারকা ক্রিকেটার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে আসল হরমনপ্রীত কে? তবে এই প্রথম নয় এর আগেও ভারতের পুরুষ জাতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার ল’কডাউনের মাঝে ক্রিকেটপ্রেমীদের তাসের ম্যাজিক দেখিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই ভিডিও শেয়ার করেছিল। উল্লেখ্য, করোনার কারণে পৃথিবীজুড়ে সমস্ত খেলাধুলার ইভেন্ট সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে হরমপ্রীতের নেতৃত্বে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল ভারত।
https://www.instagram.com/imharmanpreet_kaur/?utm_source=ig_embed
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন