মালয়েশিয়ায় রাতে গোপনে কাজ করতে বলায় ফেক্টরি মালিক আটক

মালয়েশিয়ায় লকডাউন পরিস্থিতিতে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়া সরকার এবং প্রশাসন পুলিশ বাহিনী সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে দমন করছে আইন লঙ্ঘনকারীদের।
মালয়েশিয়ায় প্রতিদিনই প্রায় এক হাজারের অধিক বিভিন্ন প্রান্তে আটক করা হয় লকডাউন অমান্যকারীদের।
সরকারি আইন লঙ্ঘনকারী নিয়ম অনুযায়ী 1000 রিঙ্গিত এর জরিমানা থেকে 6 মাসের জেল পর্যন্ত হচ্ছে এ পর্যন্ত প্রায় 30 হাজারেরও অধিক আইন লঙ্ঘনকারীদের কোর্টে উঠানো হয়েছে তাদের অপরাধ অনুযায়ী 6 মাস থেকে 7 দিন পর্যন্ত এবং 1000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়েছে।
গত সপ্তাহে মালয়েশিয়ার কেডাহ প্রদেশের একজন ফ্যাক্টরির ম্যানেজারকে আটক করা হয়েছে ওই ফ্যাক্টরীর শ্রমিকদের গোপনে রাতের বেলায় এসে কাজ করার জন্য সে আদেশ করেছিল কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যায় এবং পুলিশ এসে তাদেরকে রাতের
বেলায় হাতেনাতে আটক করে। এসময় কোম্পানির ম্যানেজার কে আটক করা হয়, ম্যানেজারকে পরদিন কোর্টে উঠানো হয় এবং সে তার অপরাধ স্বীকার করে, আদালত তাকে দোষী সাব্যস্ত করে 10000 রিঙিত জরিমানা অনাদায়ে 6 মাসের জেল দেন।
এর আগে মালয়েশিয়ায় জহরবারু প্রদেশের একটি বাড়িতে জন্মদিন পালন করতে আসা 13 জন যুবককে আটক করে মালয়েশিয়া পুলিশ এবং সবাইকে এক হাজার রিঙ্গিত করে জরিমানা এবং সাত দিনের জেল দেয়া হয়েছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন