রমজানে তারাবি ঘরে পড়াতে বললেন সৌদি আলেমরা

Apr 21, 2020 / 01:03am
রমজানে তারাবি ঘরে পড়াতে বললেন সৌদি আলেমরা

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজান মাস শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। তবে আসন্ন রমজান মাসকে সামনে রেখে করোনা’ভা’ই’রাসের পরিস্থিতির প্রেক্ষাপটে রোজার মাসে ফরজ ও তারাবির নামাজ ঘরে পড়াসহ বেশকিছু নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের শীর্ষ আলেমরা।

গতকাল রোববার সৌদি আরবের শীর্ষ আলেমদের অনুষ্ঠিত বৈঠক থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আত্মসমালোচনা ও ইবাদত পালনে দৃঢ় প্রত্যয়ী হয়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। সেইসঙ্গে ইবাদতের মাধ্যমে রমজানকে বরণ করারও আহ্বান জানানো হয়েছে সবাইকে।

শীর্ষ আলেমদের বৈঠকে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ ও সুরক্ষামূলক যাবতীয় পদ্ধতি অবলম্বনের নির্দেশনা দিয়ে বলা হয়, ফরজ ও তারাবির নামাজ নিজ নিজ ঘরে আদায়ের পাশপাশি ইফতার ও সেহেরির আয়োজনে সমাগম এড়িয়ে চলতে হবে।

মিথ্যা, প্র’তারণা ও চু’রির মতো আল্লাহর নি’ষিদ্ধ কাজসমূহ হতে বিরত থাকার আহ্বান জানিয়ে শীর্ষ আলেমরা বলেন, ‘বর্তমান বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

তাই আমাদের ইবাদত ও সতর্কতা অবলম্বনে আদর্শিকতার পরিচয় দিতে হবে। সবাইকে মনে রাখতে হবে, ইসলামি শরিয়ত ব্যক্তিকে যাবতীয় ক্ষতিকর বিষয়াবলী হতে বেঁচে ইবাদত পালনে উৎসাহিত করেছে।’

বৈঠক থেকে সবাইকে অধিক পরিমাণে দানের প্রতি আহ্বান জানানো হয় এবং দান গ্রহণকারী ব্যক্তি দানকারী হতে কথা ও কাজে কোনো ধরনের ক’ষ্ট যেন না পায়, সেদিকে সত’র্ক থাকতে হবে।

এ ছাড়া সময় বিবেচনায় আরও চারটি গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করা হয়েছে বৈঠকে :

১) ক’রোনা থেকে বাঁচতে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিজ অঞ্চলে অবস্থানরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা।

২) নিজের অবস্থানরত এলাকা ও অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফরজ ও তারাবির নামাজ ঘরে আদায় করা।

৩) যেহেতু এই রোগটি সং’ক্রমণ জাতীয়, তাই ইফতার ও সেহেরিতে যেকোনো সমাগম এড়িয়ে চলা। নিজের জীবন রক্ষায় ঘরেই ইফতারসহ যাবতীয় কিছু নিজ ঘরে সম্পাদন করা।

৪) সওয়াব প্রত্যাশী সকল সামর্থ্যবান মুসলমানরা ফরজ জাকাত থেকে শুরু করে অন্য সাধারণ খাতে নিজেদের দানের হাতকে প্রসারিত করা। এসব কাজে যেকোনো ধরনের সমাগম ও ভিড় করা হতে বিরত থাকা।

সুত্রঃ আমাদের সময়