ধোনির পা-টাই কামড়ানোর জন্য পছন্দ হলো সাক্ষীর!

Apr 21, 2020 / 12:43am
ধোনির পা-টাই কামড়ানোর জন্য পছন্দ হলো সাক্ষীর!

করোনাভাইরাসের আতঙ্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গেছে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সময় কাটাচ্ছেন ঘরবন্দি হয়েই।

লকডাউনে রাঁচীর বাড়িতে স্ত্রী সাক্ষী ও মেয়ের জিভার সঙ্গে সময় কাটানোর অনেক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সাক্ষী শেয়ার করছেন একটি ছবি।

সাক্ষীর ক্যামেরায় একেবারে অন্যরকম সেই ছবিতে ধোনি হয়েছেন ‘মিস্টার সুইটি’! লকডাউনে স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য জীবনের খুনসুটিতে মাতছেন মহেন্দ্র সিংহ ধোনি তা ফুটে উঠেছে সেই ছবিতে। রবিবার সেই ছবি পোস্ট করার পর ৬ লক্ষের কাছাকাছি লাইক পড়েছে। ধোনি-ভক্তরা সেই ছবিতে মন্তব্যের বন্যায় ভাসিয়ে দিচ্ছেন।

ছবিতে দেখা যাচ্ছে ধোনির বেডরুম। সেখানে খাটে শুয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। ধোনির পা নিজের পায়ের উপর নিয়ে খোলামেলা পোশাকে খাটে বসে সাক্ষী। তার মুখ ধোনির পায়ে। দেখলে মনে হতেই পারে, এটা প্রাপ্তবয়স্কদের জন্য ছবি। অন্তত ধোনিভক্তদের বেশিরভাগই তেমনটাই মনে করছেন।