দেশের সব বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

প্রকাশিত: এপ্রি ২০, ২০২০ / ০৫:০৬অপরাহ্ণ
দেশের সব বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকদিন ধরে কালবৈশাখী ঝড় হচ্ছে। সোমবারও (২০ এপ্রিল) দেশের সবগুলো বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশের বেশিরভাগ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় বিজলী চমকানো এবং অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

এই ২৪ ঘণ্টা পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী, মংলা, খুলনা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস বলছে, রাঙ্গামাটি, রাজশাহী ও যশোর অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : জাগো নিউজ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন