যুক্তরাষ্ট্রে বি’ক্ষোভ বাড়ছে লকডাউনের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে

Apr 20, 2020 / 10:42am
যুক্তরাষ্ট্রে বি’ক্ষোভ বাড়ছে লকডাউনের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে পড়া অর্থনৈতিক ব্যবস্থা পুনরায় সচল রাখার দাবিতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। এরই মধ্যে এ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসের কেন্দ্রস্থল হিসেবে ধরে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রকে। যেখানে এরই মধ্যে করোনায় আ’ক্রান্ত হয়েছে সাড়ে সাত লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে সাড়ে ৪০ লাখের। এদিকে, যুক্তরাষ্ট্রে সংক্রমণের মাত্রা এরই মধ্যে শীর্ষে পৌঁছে গেছে বলে বিভিন্ন লক্ষণ দেখে অনুমান করা যাচ্ছে। কিছু অঙ্গরাজ্যে কমতে শুরু করেছে এ ভাইরাসের সংক্রমণ।

এর মধ্যে সংক্রমণ কমে যাওয়ার কিছু লক্ষণ প্রকাশ পাওয়ায় কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরায় চালুর ব্যাপারে আলোচনা করছেন। কিছু অঙ্গরাজ্যের গভর্নর আবার লকডাউনের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে দেশের মধ্যে সর্বপ্রথম ১৯ মার্চ ক্যালিফোর্নিয়ায় ‘স্টে হোম’ নির্দেশ জারি করেন অঙ্গরাজ্যটির গভর্নর গেভিন নিউসম। এরপরই ওয়াশিংটন ও অরিগন অঙ্গরাজ্যেও একই পথ অনুসরণ করা হয়। বলা যায়, ২৩ মার্চ থেকেই এই অঙ্গরাজ্যগুলোর এক কোটি ১৫ লাখ মানুষ ‘স্টে হোম’ নির্দেশের আওতায় রয়েছে।

এর মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো চলতি সপ্তাহেই জানিয়েছেন, ‘স্টে হোম’-এর মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে গতকাল রোববার অ্যান্ড্রু কুওমো বলেছেন, ‘এ ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আমাদের এখনো নিশ্চিত হতে হবে।’ এ ছাড়া পুরো পরিস্থিতির এটি কেবল অর্ধেক সময় পার হয়েছে বলেও জানান কুওমো।

এদিকে, এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে লকডাউনের বিরুদ্ধে বি’ক্ষোভকে সমর্থন জানানোয় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন অনেকেই। এমনকি রাষ্ট্রের আইনবিরোধী কার্যকলাপে ট্রাম্প উসকে দিচ্ছেন বলেও অভিমত অনেকের।

ট্রাম্পের এই সমর্থনকে বিপজ্জনক বলে মনে করছেন ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি। তিনি বলেন, ‘আইন লঙ্ঘনের কার্যকলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উৎসাহিত করতে পারে, আমি আমার সময়ে এটি কখনো হতে দেখিনি।’

এর আগে করোনাভাইরাস প্রতিরোধে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউনের বিরুদ্ধে কনজারভেটিভ কর্মীদের বিক্ষো’ভকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটবার্তায় লেখেন, ‘মিশিগানকে মুক্ত করো’, ‘মিনেসোটাকে মুক্ত করো’, ‘ভার্জিনিয়াকে মুক্ত করো’।

ট্রাম্প বলেছিলেন, অর্থনীতি পুনরায় চালু করার ব্যাপারে তাঁর কর্তৃত্ব রয়েছে। এ ছাড়া তাঁর নির্দেশনা অনুযায়ী গভর্নরদের সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মনে করেন ট্রাম্প। সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বি’ক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ‘তারা তাদের মতামত প্রকাশ করছে। তারা অনেক দায়িত্বশীল লোক বলে আমার মনে হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে খুব রুক্ষ আচরণ করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের বাসভবনের বাইরে কয়েকশ বি’ক্ষোভকারী জড়ো হয়েছিলেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে তাঁরা লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ওই বি’ক্ষোভকারীরা নিজেদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখছেন না।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, লকডাউন উপেক্ষা করে মিশিগান অঙ্গরাজ্যের দুটি সংগঠন—মিশিগান কনজারভেটিভ কোয়ালিশন ও মিশিগান ফ্রিডম ফান্ড লকডাউনের বিরুদ্ধে ‘অপারেশন গ্রিডলক’ নামে বি’ক্ষোভের ডাক দিয়েছে।

সংগঠন দুটির ডাকে রাস্তায় নেমে আসে মানুষ। গত বুধবার বিকেলের সেই বি’ক্ষোভে মিশিগানের রাজধানীতে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। বি’ক্ষোভে সমর্থন জানিয়ে এতে যোগ দেন গাড়িচালকরাও।

প্রতিবাদকারীদের একজন টম হজহেই সিএনএনকে বলেন, ‘আমার একটি ক্ষুদ্র ব্যবসা আছে, কিন্তু রাজ্য গভর্নর আমাকে বন্দিদশায় ফেলে রেখেছে।’

প্রতিবাদকারীদের আরেকজন বলেন, ‘আমি একটি মোটর কোম্পানিতে কাজ করি। সেটিও এখন বন্ধ আছে।’

আন্দোলনকারীদের দাবি, তাঁরা জরুরি জিনিসপত্র কিনতে বের হতে পারছেন না। এখন সময় হয়েছে এই কড়াকড়ি কিছুটা শিথিল করার।