উহানের ফুটবলাররা ১০৪ দিন পর নিজ শহরে ফিরলেন

Apr 19, 2020 / 11:15pm
উহানের ফুটবলাররা ১০৪ দিন পর নিজ শহরে ফিরলেন

করো’না’ভা’ইরাসের কারণে গত জানুয়ারিতে উহান অ’ব’রুদ্ধ ঘোষণা করা হয়। যে কারণ স্পেনে খেলতে গিয়ে আটকা পড়েছিলেন চাইনিজ সুপার লিগের দল উহান জালের ফুটবলাররা। তিন মাস পর নিজ শহরে ফিরেছেন উহানের ফুটবলাররা।

শনিবার খেলোয়াড়রা তাদের প্রিয় শহরে এসে পৌঁছলে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রত্যেকের মুখে ছিল মাস্ক। ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের।

ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, তিন মাসেরও বেশি সময় ধরে ভবঘুরে থাকার পর উহান জাল দলের সদস্যরা অবশেষে পা রাখল তাদের শহরে।

চীনের যে শহর থেকে করো’না’ভা’ইরাস মহামারির উৎপত্তি, সেই নগরীতে ফিরে আসছে কোলাহল। আপনজন থেকে তিন মাস দূরে থাকার পর উহান জালের ফুটবলাররা ফিরেছেন শহরে।’

সুত্রঃ যুগান্তর