ইমরান-অবন্তিকার ভাঙা সংসার ল’কডাউনে জোড়া লাগছে!

Apr 19, 2020 / 06:58pm
ইমরান-অবন্তিকার ভাঙা সংসার ল’কডাউনে জোড়া লাগছে!

বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকার সংসার ল’ক’ডাউনের জেরে জোড়া লাগছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অবন্তিকার এক ফেসবুক পোস্ট থেকে তেমন একটি ইঙ্গিতই পাওয়া গেছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পারিবারিক অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। যেখানে তাকে নিজের কন্যা সন্তানকে ঠোঁটে আদরের চুম্বন করতে দেখা যাচ্ছে।

ক্যাপশানে মার্টিন লুথার কিং-এর লাইন তুলে অবন্তিকা লিখেছেন, ‘আমি আমার ভালোবাসার সঙ্গেই থাকতে চাই, ঘৃণার বোঝা বয়ে বেড়ানো বড়াই কঠিন। যখন আমার ভালোবাসার পবিত্রতায় বিশ্বাস রাখা প্রয়োজন হয়ে পড়েছিল, তখনই ব্রহ্মাণ্ড থেকে বার্তা এলো…, এটা একটা জাদু।’

এই পোস্ট থেকে অনেকেই মনে করছেন অবন্তিকা আবারও ইমরানের কাছেই ফিরছেন। তাকে অনেকেই শুভেচ্ছাও জানিয়েছেন।

২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েন ‘জানে তু ইয়া জানে না’, ‘দেলি বেলি’ অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক। ২০১৪ সালে ৯ জুন ইমরান ও অবন্তিকার জীবনে আসে তাদের আদরের সন্তান ইমারা।

কিন্তু গেল ৪ বছর ধরে অভিনয় জগতে দেখা যায়নি ইমরানকে। ইমরানের কোনও রোজগার না থাকায়, এতদিন পর্যন্ত অবন্তিকার পরিবারই তাদের সংসার চালাচ্ছিল বলেও খবর শোনা যায়। ফলে স্বামী, স্ত্রীর মধ্যে দিনের পর দিন ধরে অশান্তি বাড়তে শুরু করে।

পরিবারের মানুষের সাহায্যেও ইমরান, অবন্তিকার সম্পর্কের কোনও উন্নতি হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘদিন দরে স্বামী, স্ত্রীর মধ্যের ঝামেলার রেশ প্রভাব ফেলছিল তাদের সন্তান ইমারার মধ্যে। ফলে হঠাৎ করেই ইমরানের বাড়ি ছেড়ে ইমারাকে নিয়ে বেরিয়ে যান অবন্তিকা।

সুত্রঃ