অমিতাভ তেলেগু ইন্ডাস্ট্রির ১২ হাজার দিনমজুরকে ত্রাণ দিচ্ছেন

প্রকাশিত: এপ্রি ১৭, ২০২০ / ০৯:৪২অপরাহ্ণ
অমিতাভ তেলেগু ইন্ডাস্ট্রির ১২ হাজার দিনমজুরকে ত্রাণ দিচ্ছেন

মহা’মা’রি করো’না’ভা’ইরাসের প্রকোপে দিনমজুরদের অবস্থা করুণ। ল’ক’ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। বিপাকে পড়েছেন দরিদ্ররা। তাঁদের কাছে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন বিত্তবানেরা। এঁদের মধ্যে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন অন্যতম।

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার চিরঞ্জীবী জানিয়েছেন, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করা মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এমন ১২ হাজার মানুষকে দেড় হাজার টাকার ত্রাণ কুপন দিচ্ছেন অমিতাভ।

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এতে প্রায় এক কোটি ৮০ লাখ রুপি অনুদানের ব্যবস্থা করেছেন বলিউডের শাহেনশাহ। চিরঞ্জীবীর নিজেরই কল্যাণ ট্রাস্ট রয়েছে।

এর আওতায় নতুন করে ক’রো’না ক্রাইসিস চ্যারিটি নামে আরো একটি তহবিল গঠন করেছেন এ তারকা। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদের সহায়তা করছেন তিনি। ল’কডাউনের কারণে এসব মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

এর আগে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায়, মুম্বাইয়ের দরিদ্রদের জন্য প্রতিদিন দুই হাজার খাবারের প্যাকেট বিতরণ করছেন অমিতাভ বচ্চন। এর বাইরেও এ মেগাস্টার অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের সঙ্গে যৌথভাবে এক লাখ দিনমজুর পরিবারকে মাসিক রেশন সরবরাহ করছেন।

এক বিজ্ঞপ্তিতে সনি পিকচার্স নেটওয়ার্ক জানায়, “প্রকৃতির বৈরী আচরণে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা, সে জন্য জনাব বচ্চনের পক্ষ থেকে ‘ইউ আর ওয়ান’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্সের সহযোগিতায় দেশব্যাপী এক লাখ পরিবারের কাছে রেশন পৌঁছে যাবে।”

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার (এসপিএন) প্রধান নির্বাহী এন পি সিং জানান, ভারতের চলচ্চিত্র ও টিভি ইন্ডাস্ট্রিতে দৈনিক ভিত্তিকে কাজ করা কর্মীদের সহায়তায় বচ্চন সাহেবের পাশে আছে তাঁদের প্রতিষ্ঠান।

সুত্রঃ এনটিভি

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন