ত্রাণ চাওয়ায় কৃষককে মা’রধর: সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় ত্রাণ চাওয়ার অপরাধে কৃষক শহিদুল ইসলামকে মা’রধর করার ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করে নাটোর জেলা পুলিশ।
শুক্রবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আব্দুস সাত্তারকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন।
জানা যায়, করোনার প্রভাবে লালপুরের ৯নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের শহিদুল ইসলাম কর্ম হারিয়ে কষ্টে দিনাতিপাত করছিলেন। লোকমুখে শুনে তিনি গত ১০ এপ্রিল তার কষ্টের কথা জানিয়ে ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ চান।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১২ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার কৃষক শহিদুল ইসলামকে ইউনিয়ন পরিষদে চৌকিদারকে দিয়ে ডেকে এনে একটি কক্ষে মা’রধর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজা (৩৫) এবং মো. রুবেলকে (৩০) অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মামলার পরে আব্দুস সাত্তার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। অবশেষে পুলিশের একটি চৌকস দল গত দুদিন যাবৎ চেষ্টা চালিয়ে আজ শুক্রবার সকালে তাকে ঈশ্বরদী থেকে গ্রেফতার করে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন