রাজধানীর কোন এলাকায় কতজন করোনা আ’ক্রান্ত, জেনে নিন

দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা। সবশেষ গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪১ জন আ’ক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০ জনের। দেশে করোনা আ’ক্রান্ত সনাক্তের পর একদিনে এটিই সর্বোচ্চ আ’ক্রান্ত এবং মৃত্যু। বর্তমানে বাংলাদেশে মোট করোনা আ’ক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭২ জন। এর মধ্যে ৬০ জনের মৃত্যু হয়েছে।
দেড় হাজারেরও বেশি এই করোনা রোগীর মধ্যে সবচেয়ে বেশি আ’ক্রান্তের সংখ্যা রাজধানী ঢাকায়। ঢাকার দুই সিটিতে এখন পর্যন্ত ৬০৮ জন রোগী আ’ক্রান্ত হয়েছে। এছাড়া ঢাকা জেলার উপজেলাগুলোতে আরও ২৮ জন আ’ক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর ওয়ারিতে সবচেয়ে বেশি করোনা রোগী, এরপরই আছে যাত্রাবাড়ী।
সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে রাজধানী ঢাকার কোন এলাকায় কতজন করোনা রোগী আছে তা পাঠকের জন্য তুলে ধরা হলো-
আদাবরে ৫ জন, আগারগাঁওয়ে ২ জন, আরমানিটোলায় ১ জন, আশকোনায় ১ জন, আজিমপুরে ১১ জন, বাবুবাজারে ১১ জন, বাড্ডায় ৮ জন, বেইলি রোডে ৩ জন, বনানীতে ৮ জন, বংশালে ৯ জন, বানিয়ানগরে ১ জন, বাসাবোতে ১৭ জন, বসুন্ধরায় ৫ জন, বেগুনবাড়িতে ১ জন, বেগমবাজারে ১ জন, বেড়িবাধে ১ জন, বারিধারায় ১ে জন, বসিলাতে ১ জন ও বুয়েট এলাকায় ১ জন করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছে।
ধানমন্ডির সেন্ট্রাল রোডে ১ জন, চকবাজারে ৯ জন, ঢাকেশ্বরীতে ১ জন, ধানমন্ডিতে ১৮ জন, ধোলাইখালে ১ জন, দয়াগঞ্জে একজন, ইস্কাটনে একজন, ফার্মগেটে একজন, গেন্ডারিয়ায় ১৪ জন, গ্রিনরোডে ১০ জন, গোপীবাগে ৩ জন, গুলিস্তানে ২ জন, গুলশানে ১৩ জন, হাতিরঝিলে ১ জন, হাতিরপুলে ২ জন, হাজারিবাগে ১১ জন, ইসলামপুরে ২ জন ও জেলগেট এলাকায় ২ জন আ’ক্রান্ত।
সবোর্চ্চ ২৩ জন যাত্রাবাড়ীতে, ঝিগাতলায় ৫ জন, জুরাইনে ১ জন, কল্যাণপুরে ১ জন, কচুক্ষেতে ১ জন, কামরাঙ্গীরচরে ৩ জন, কাজীপাড়ায় ২ জন, কারওয়ানবাজারে ১ জন, খিলগাঁওয়ে ১ জন, কদমতলীতে ১ জন, কোতোয়ালিতে ৩ জন, কুড়িলে ১ জন, লালবাগে ২১ জন, লক্ষ্মীবাজারে ৪ জন, মালিবাগে ৪ জন, মানিকদিতে ১ জন, মাতুয়াইলে ১ জন ও মীরহাজারীবাগে ২ জন আ’ক্রান্ত।
এছাড়া বৃহত্তর মিরপুরের ৬ নম্বর সেকশনে ৩ জন, মিরপুর ১০ নম্বরে ৬ জন, মিরপুর ১১ নম্বরে ১১ জন, মিরপুর ১২ নম্বরে ১০ জন, মিরপুর ১৩ নম্বরে ২ জন, মিরপুর ১ নম্বরে ৮ জন ও মিরপুর ১৪ নম্বরে ৫ জন আ’ক্রান্ত।
মিটফোর্ডে ২ জন, মগবাজারে ১০ জন, মহাখালীতে ১২ জন, মোহাম্মদপুরে ২২ জন, মতিঝিলে ১ জন, মুগদায় ২ জন, নওয়াবপুরে ১ জন, নারিন্দায় ৩ জন, নাখালপাড়ায় ৩ জন, নিকুঞ্জতে ১ জন, পীরেরবাগে ২ জন, পুরানা পল্টনে ২ জন, রাজারবাগে ৮ জন, রামপুরায় ৩ জন ও রায়েরবাজারে ১ জন আ’ক্রান্ত।
অন্যদিকে সায়েদাবাদে ১ জন, শাহ আলীবাগে ২ জন, শাহবাগে ৪ জন, সাইন্সল্যাবে ১ জন, শান্তিবাগে ১ জন, শ্যামপুরে ১ জন, সোয়ারীঘাটে ৩ জন, সিদ্ধেশ্বরীতে ১ জন, শান্তিনগরে ৭ জন, শাখারীবাজারে ৬ জন, শান্তিবাগে ১ জন, শ্যামলীতে ৩ জন, শেওরাপাড়ায় ১ জন, শেখেরটেকে ১ জন, সোয়ারীঘাটে ৩ জন, সিদ্ধেশ্বরীতে ৩ জন, সূত্রাপুরে ৭ জন, শনির আখড়ায় ১ জন, সূত্রাপুরে ৬ জন, তেজগাঁওয়ে ১৬ জন, তেজতুরিবাজারে ১ জন, টোলারবাগে ১৯ জন, উর্দু রোডে ১ জন, উত্তরায় ২০ জন, ভাটারায় ১ জন ও ওয়ারিতে সর্বোচ্চ ২৭ জন করোনা আ’ক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আ’ক্রান্ত রোগী সনাক্ত হয়েছিল। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
সূত্র : ব্রেকিংনিউজ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন