রাজধানীর এই এলাকাগুলো ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত

Apr 17, 2020 / 11:06am
রাজধানীর এই এলাকাগুলো ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত

দেশে প্রতিদিন প্রাণঘাতী করোনাভাইরাসে আ’ক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি আ’ক্রান্ত ঢাকা। এরপর পাশের জেলা নারায়ণগঞ্জ। এদিকে ঢাকার ১৬ এলাকা করো’=নাভাইরাসের ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকার ওই ১৬ এলাকা অধিক ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় ইতোমধ্যে ১০ জনেরও বেশি করোনাভাইরাসে আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ইতোমধ্যে এসব ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন করেছে প্রশাসন।

আইইইডিসিআরের তথ্য অনুযায়ী, রাজধানীতে ১০ জনের অধিক করোনা আ’ক্রান্তের মধ্যে ওয়ারীতে ২৬, মোহাম্মদপুরে ২০, টোলারবাগে ১৯, যাত্রাবাড়ীতে ১৯, ধানমন্ডিতে ১৮, লালবাগে ১৮, উত্তরায় ১৭, তেজগাঁওয়ে ১৬,

বাসাবোতে ১৪, গেন্ডারিয়ায় ১৩, মগবাজারে ১০, মহাখালীতে ১০, মিরপুর১১-১১, মিরপুর১২- ১০, গ্রিনরোড-১০ ও বাবুবাজারে ১১ জন রোগী আছেন।

এছাড়া বনানী, গুলশান, বাড্ডা, আজিমপুর, আদাবর, নাখালপাড়া, রাজারবাগ, ঝিগাতলাসহ রাজধানীর ৯৮টি এলাকায় ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশের মোট রোগীর ৪৫ শতাংশের বেশি।

সূত্র : পূর্বপশ্চিমবিডি