ইয়েমেনের হাসপাতালে ‘করোনার মধ্যেও বিমান হা’ম’লা চালালো সৌদি আরব’

প্রকাশিত: এপ্রি ১৭, ২০২০ / ০২:২৭পূর্বাহ্ণ
ইয়েমেনের হাসপাতালে ‘করোনার মধ্যেও বিমান হা’ম’লা চালালো সৌদি আরব’

দেশে দেশে মৃ’ত্যু’র মিছিল যেন থামছেই না। প্রাণঘাতী করোনা সং’ক্র’মণের এই কঠিন দু’র্যো’গের সময়েও সারা বিশ্ব যখন ‘ম’হা’মারি ভা’ই’রাস মোকাবেলায় ব্যস্ত তখন দু’র্ভি’ক্ষপীড়িত ইয়েমেনে বিমান হা’ম’লা চালিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইয়েমেনে রাজধানী সানার কয়েকটি এলাকায় ও দেশটির বৃহত্তম মা’রিব প্রদেশে এই বিমান হা’ম’লা চালানো হয়েছে।
রাজধানী সানার একটি হাসপাতালকে লক্ষ্য করেও বিমান হা’ম’লা চালানো হয়েছে বলে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

খবরে বলা হয়েছে, রাজধানী সানার ওয়াদি ধর, হামদান, খোলান আল-টিয়াল এলাকাগুলোতে বিমান হা’ম’লা চালানো হয়েছে। একই সঙ্গে মারিব প্রদেশের মেদগাল জেলায় দুটি বো’মা হা’ম’লা চালিয়েছে সৌদি সরকার। এছাড়াও হার্ফ সুফিয়ান জেলায় বিমান হা’ম’লা খবর পাওয়া গেছে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত শিয়া হুথি বি’দ্রো’হীরা। উ’চ্ছে’দের পর পা’লি’য়ে রিয়াদে আশ্রয় নেন সৌদি সমর্থিত হাদি।

২০১৫ সালের মার্চে হুথিদের বি’রু’দ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অ’ভি’যান শুরু করে রিয়াদ। মার্কিন সমর্থিত সৌদি জোটের এই অ’ভি’যানে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১৬ হাজারের বেশি মানুষ নি’হ’ত হয়েছে। ঘরছাড়া হয়েছে কয়েক লাখ মানুষ। দু’র্ভি’ক্ষের মুখে রয়েছে পুরো ইয়েমেন।”’

সুত্রঃ পূর্বপশ্চিম

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন