করোনাঃ ইতালিতে মৃ’ত্যু সংখ্যা ২২ হাজার ছাড়াল

ইতালিতে ক’রো’নার আঁতুড়ঘর লমবার্ডি শহর ছাড়া অন্য সব শহরে ল’কডাউন অনেকটা শিথিল হয়েছে। পাঁচ সপ্তাহ পর খুলতে শুরু করেছে দোকানপাট। যদিও দেশটিতে ক’রো’নায় আক্রান্ত ও মৃ’ত্যুর সংখ্যায় লাগাম টেনে ধরা যায়নি।
গত ২৪ ঘণ্টায় আরও ৫২৫ জনের প্রাণ কে’ড়ে নিল ক’রো’না। এ নিয়ে সেখানে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন।
বিশ্বজুড়ে ক’রো’নায় প্রাণহা’নি ও আ’ক্রা’ন্তের পরিসংখ্যান নিয়ে তথ্য দেয়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশটিতে ক’রো’নায় আ’ক্রা’ন্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন। মা’রা গেছেন ২২ হাজার ১৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।
ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে বৃহস্পতিবার তুরস্কভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন রোগী ১ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
তবে এদিন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। এছাড়া টানা ১৩তম দিনের মতো কমেছে আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা। দেশটির বিশেষজ্ঞদের মতে, ল’কডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃ’ত্যু হার কমেছে।
সুত্রঃ যুগান্তর