স্ত্রীকে লাইভে হ’ত্যা নিয়ে আদালতে লোমহ’র্ষক বর্ণনা দিলেন টুটুল

প্রকাশিত: এপ্রি ১৬, ২০২০ / ১০:৪৯অপরাহ্ণ
স্ত্রীকে লাইভে হ’ত্যা নিয়ে আদালতে লোমহ’র্ষক বর্ণনা দিলেন টুটুল

ফেনী শহরে ফেসবুক লাইভে প্রচার চালিয়ে স্ত্রীকে কু’পি’য়ে হ’ত্যা’র ঘটনায় ওবায়দুল হক টুটুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ’বা’নবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পালের আদালতে হ’ত্যা’কা’ণ্ডের লো’ম’হ’র্ষ’ক বর্ণনা দেন টুটুল।

বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশের কঠো’র নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।

আদালত শুরু হলে হ’ত্যা’কারী টুটুল ঘটনার সঙ্গে জ’ড়ি’ত থাকার কথা স্বীকার করেন এবং আগে থেকে তাদের পারিবারিক ক’ল’হ চলছে বলে আদালতকে জানান।

বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কু’পি’য়ে নি’র্ম’মভাবে হ’ত্যা করেন বারাহীপুর ভূঞা বাড়ির ঢাকার নিউমার্কেটের কাপড় দোকান কর্মচারী টুটুল। হ’ত্যা’র পর জরুরি ৯৯৯-এ ফোন করে নিজেই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আ’ট’ক করে।

এ সময় হ’ত্যা’কা’ণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে লাইভ দেয়া মোবাইল জ’ব্দ করা হয়।

এ ঘটনায় নি’হ’ত তাহমিনার বাবা সাহাব উদ্দিন বাদী হয়ে টুটুলকে আ’সা’মি করে রাতেই ফেনী মডেল থানায় মা’ম’লা দায়ের করেন।

সুত্রঃ যুগান্তর

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন