২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত প্রায় ২ হাজার ৬০০

প্রকাশিত: এপ্রি ১৬, ২০২০ / ১০:৪৮পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত প্রায় ২ হাজার ৬০০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আ’ক্রান্ত হয়ে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার ৬০০ জন মারা গেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পর্যবেক্ষণ ও হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এটি করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে দুই হাজার ৫৬৯ জন।

এ ছাড়া করোনাভাইরাস-সংক্রান্ত তথ্য জানার অন্যতম ওয়েবসাইট এবং নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর মোট সংখ্যা ৩২ হাজার ৪০৬ জন, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বেশি।

এদিকে গতকাল বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, দেশজুড়ে করোনায় নতুন আ’ক্রান্তের সর্বোচ্চ সীমা আমরা পার করে ফেলেছি।’

ট্রাম্প আরো জানান, তিনি আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনাজনিত লকডাউন তুলে নেওয়া-সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করবেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন