সৌদি আরবে ক’রো’নায় মা’রা গেলেন চন্দনাইশের রাশেদ

Apr 16, 2020 / 05:01am
সৌদি আরবে ক’রো’নায় মা’রা গেলেন চন্দনাইশের রাশেদ

ক’রো’না আ’ক্রা’ন্ত হয়ে সৌদি আরবে মা’রা গেলেন চন্দনাইশের যুবক রাশেদ আলম তালুকদার (৩৫)। ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু ঘটে বলে জানান সৌদি আরবে অবস্থানরত তার চাচা মামুনুল হক তালুকদার।

চাচার বরাত দিয়ে রাশেদের বড় ভাই মো. মোরশেদ আলম তালুকদার জানান, ১৪ দিন আগে রাশেদের হঠাৎ স’র্দি, জ্বর ও কাঁ’শি হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক’রো’না সং’ক্র’মণ পাওয়া যায়।

এরপর মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৩ এপ্রিল সে মা’রা যায়।

রাশেদ আলম তালুকদার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের পূর্ব চর বরমা মোবারক আলী তালুকদার বাড়ির মৃ’ত নুরুজ্জামান তালুকদারের পুত্র। রাশেদের স্ত্রী ও ছোট ২টি পুত্র সন্তান রয়েছে।

জানা যায়, ১০ ভাই বোনের মধ্যে রাশেদ ছিল সপ্তম। ২০০৫ সালে কাজের সন্ধানে প্রথমে সে মধ্যপ্রাচ্যের দুবাইতে যায়।

সেখানে দীর্ঘ ১১ বছর কর্মজীবন অতিবাহিত করার পর দেশে ফিরে আসে। পরে ৩ বছর আগে সে পুনরায় সৌদি আরব যায়। মৃ’ত্যুর পূর্ব পর্যন্ত তিনি মদিনার একটি তেলের দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করেন।

সুত্রঃ মানবজমিন