সৌদি আরবে আরও ৭ বাংলাদেশির মৃ’ত্যু, জেনেনিন পরিচয়

Apr 15, 2020 / 11:09pm
সৌদি আরবে আরও ৭ বাংলাদেশির মৃ’ত্যু, জেনেনিন পরিচয়

বিশ্বকে কাঁপানো ম’রণব্যধি রোগ করোনা ভাইরাস ও নি’রব ঘা’তক হৃ’দরোগে সৌদি আরবে প্রতিদিন মৃ’ত্যুর মিছিলে যোগ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মৃ’ত্যু।

গতকাল মঙ্গলবার মক্কা-মদিনা ও জেদ্দার বিভিন্ন হাস’পাতাল ও নিজ বাসায় ম’রণব্যা’ধী করোনা ভাইরাস ও হৃ’দরো’গে আক্রান্ত হয়ে মা’রা গেছে আরও ৭ বাংলাদেশি। মা’রা যাওয়া ব্যক্তিরা হলেন-

(১) পবিত্র নগরী মদিনায় একটি সরকারী হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু হয়ে প্রবাসী নুরুল ইসলাম (৪৬)। তার

বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া-গারাংগিয়া ইউনিয়নের মিজারখীল গ্রামের কুতুব পাড়ায়।

(২) পবিত্র মক্কা নগরীর আল নুর হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মুহাম্মদ জসিম উদ্দিন (৪০) মৃ’ত্যু হয়। তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাহঁ ইউনিয়নে মাইজ পাড়ার ম’রহু’ম নাজির হোসেনের পুত্র।

(৩) পবিত্র নগরী মদিনায় জার্মান হাসপা’তালে করোনা ভাইরাস আ’ক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী যুবক মো.- রাশেদুল আলম তালুকদার (৩৫) মৃ’ত্যু হয়। এ যুবকের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে। কয়েকদিন আগে তার রুমমেট জনৈক বাঁশখালীর একজনের মৃ’ত্যু হয়েছে।

(৪) মদিনা নগরীর একটি হাস’পাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মনা (২৮) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে।

(৫) সৌদির একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চট্টগ্রামের শেখ শফিউল আলমের (৩৫) মৃ’ত্যু হয়।

(৬) রাজধানী রিয়াদের একটি হাসপা’তালে করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলার খালিসপুরের মোহাম্মাদ আলীর মৃ’ত্যু হয়েছে।

(৭) মক্কা নগরীর একটি হাসপাতালে পেট ব্যা’থায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহের (৫০) মৃ’ত্যু হয়েছে। আবু তাহের কক্সবাজারের পূর্ব গোমাতলী মরহুম হাজ্বী ছৈয়দুর রহমানের পুত্র ওসাবেক ইউপি মেম্বার মুহাম্মদ এহেসানের বড় ভাই।

এদিকে গত দেড় মাসে করোনা ভাইরাসে মা’রা গেছে ১৬ জন ও হৃ’দরোগসহ মান’সিক চিন্তায় মা’রা গেছে প্রায় ৪২ জন সৌদি-প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যো’দ্ধা। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৪৩৫জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৩৬৯।

মা’রা গেছে ৮ জন, এই নিয়ে দেশটিতে মৃ’ত্যে’র সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। অন্যদিকে সুস্থ হয়েছে ৮৪ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৮৯জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ভাইরাসে সংক্রমিত অঞ্চলগুলো হলো- মক্কায় ১৯৬৩ জন, রিয়াদ ১৫৫২, ️মদিনা ৮৫৩, দাম্মাম ৬৫৫, তাবুক ১১৫, আছির ৯৪, আল কাসিম ৪৯, নাজরান ৩১, জিজান ২৮,️ আল বাহা ১৬, উত্তরাঞ্চল বর্ডারে ১১, হাইল ২ জন।

সূত্র : একুশে টিভি