করোনায় প্রাণ হারানো চিকিৎসকের পরিবারের দায়িত্ব সরকারের

Apr 15, 2020 / 05:40pm
করোনায় প্রাণ হারানো চিকিৎসকের পরিবারের দায়িত্ব সরকারের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের পরিবারের সব দায়দায়িত্ব সরকার নেবে।

আজ বুধবার রাজধানীর মহাখালী থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুর বিষয়ে অবহিত আছেন। প্রধানমন্ত্রী চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। মৃত্যুর খবর পেয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই এবং চিকিৎসকের সহধর্মিণীর সঙ্গে কথা বলি।’

চিকিৎসকের সহধর্মিণীও একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। একজনের বয়স ১২ বছর, অপরজনের ৭

এদিকে ব্রিফিংয়ের সময় নিজ বাসা থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চিকিৎসকের মৃত্যুতে মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সূত্র : এনটিভি অনলাইন