আমিরাতে বৈধ-অবৈধ সকল প্রবাসীদের জন্য সুখবর

Apr 15, 2020 / 03:57pm
আমিরাতে বৈধ-অবৈধ সকল প্রবাসীদের জন্য সুখবর

আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছে যে সকল প্রকার ভিসা, এন্ট্রি পারমিট, এবং আইডির মেয়াদ ১ মার্চ এরপর শেষ হয়েছে তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বৈধ থাকবে। কোনো ধরনের জরিমানা ছাড়া এই সময়ে ভিসা রিনিউ করা যাবে।

দেশের কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে সোমবার ভার্চুয়াল সম্মেলনে গণমাধ্যমের সাথে আলাপকালে ফেডারেল অথরিটির মুখপাত্র কর্নেল খামিস আল কাবি বলেন, ১ মার্চের পরে মেয়াদোত্তীর্ণ সকল ভিসা, এন্ট্রি পারমিট এবং এমিরেটস আইডি কার্ড ২০২০ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত বৈধ থাকবে।

যারা এই মুহূর্তে আমিরাতের বাইরে আছেন তাদের রেসিডেন্স পারমিট বা এমিরেটস আইডির মেয়াদ ১ মার্চের পর শেষ হয়ে থাকলে তাদের ভিসাও ২০২০ সালের শেষ পর্যন্ত বৈধ থাকবে।

কর্নেল খামিস আল কাবি আরো বলেন, দেশ এখন মহামারি করোনাভাইরাসের সাথে লড়াই করছে, এসময় অভিবাসীদের অনুরোধের ভিত্তিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং অভিবাসীদের ভিসা, আইডি সংক্রান্ত যাবতীয় ঝামেলা নিরসনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।

সামাজিক দূরত্ব মানতে হতে পারে ২০২২ সাল পর্যন্ত! : বর্তমান বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯। বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ কেড়ে নেয়া এ ভাইরাসের কাছে যেন অসহায় পুরো মানব জাতি।

বিশ্বজুড়ে ভাইরাসটি নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব না হলে কিংবা জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষমতা না বাড়লে যুক্তরাষ্ট্রে আগামী ২০২২ সাল পর্যন্ত মানতে হতে পারে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্সিং। এর ফলে নাগরিকদের ঘরে থাকা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো নির্দেশনা দীর্ঘ সময় ধরে মেনে চলতে হবে।