মালয়েশিয়ায় করোনা আ’ক্রান্ত ১২ প্রবাসী বাংলাদেশি

মালয়েশিয়ায় করোনাভাইরাসে ১২ বাংলাদেশিসহ আ’ক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার। দেশটিতে ভাইরাসে আ’ক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে।
এমন পরিস্থিতিতে ব্যাপক শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
করোনা আ’ক্রান্ত দিন দিন বেড়েই চলেছে দেশটিতে। শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এখানে যেমন আ’ক্রান্তের সংখ্যা বেড়েছে তেমনি সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বেড়েছে। এরইমধ্যে ১২ বাংলাদেশি আ’ক্রান্ত হয়েছেন। এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আ’ক্রান্ত হয়েছেন ১৭০ জন। সব মিলিয়ে আ’ক্রান্তের সংখ্যা ৪৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে মারা গেছেন ৮২ জন বলে জানান তিনি।
এখানে চলমান তৃতীয়দফা লকডাউন চলছে যা আগামী ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। আর দফায় দফায় লকডাউন বাড়ানোতে বাংলাদেশি শ্রমিকসহ বেশ কিছু দেশের নাগরিক বেকার হয়ে পড়েছেন।
এছাড়া প্রবাসী বাংলাদেশিরা খাদ্য সঙ্কটে পড়েছেন তারা। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খাদ্য সহায়তার ঘোষণা দিলেও তা পর্যাপ্ত পরিমাণে প্রবাসীদের হাতে পৌঁছায়নি বলে অনেকে অভিযোগ করেছেন।
সূত্র : সময় নিউজ
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন