বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘নিজেদের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সংস্থাটির ভূমিকায় তিনি মোটেও সন্তুষ্ট নন। প্রয়োজনে সংস্থাটির জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এবার এমনটাই করে দেখালেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়া বন্ধ করার ঘোষণা করে গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, চীনে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে সঠিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি সংস্থাটি, বরং ভাইরাসটির প্রাদুর্ভাবের বিষয়টি ধামাচাপা দেওয়ারই চেষ্টা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ট্রাম্প গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যবস্থাপনা এবং ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি ধামাচাপা দেওয়ার ভূমিকা কতটা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যত দিন না পর্যালোচনা শেষ হচ্ছে, আমার প্রশাসনকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ রাখতে বলেছি।’
ট্রাম্পের মতে, করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বিক মহামারির রূপ নেওয়ার পেছনে অন্যতম কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অস্বচ্ছ ভূমিকা। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মন্তব্য, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক অনুদান বন্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবচেয়ে বেশি অনুদান যুক্তরাষ্ট্র থেকেই পায়। গত বছরও যার পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি মার্কিন ডলার।
এদিকে জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনা রেকর্ড ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে দুই হাজার ৩৭৬ জন। যার জেরে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে হয়েছে প্রায় ২৬ হাজার। সেইসঙ্গে দেশটিতে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ছয় লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২৫ হাজারের বেশি করোনা পজিটিভ কেস ধরা পড়ে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন